০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ার বাঁধাঘাটে উদ্বোধন হবে “শেল্টার ফর আরবান হোমলেস ফর মেল” জানালেন পুরসভার উপ মুখ্য প্রশাসকের  

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 6

আইভি আদক: উত্তর হাওড়ার বাঁধাঘাট এলাকায় পুরসভার এনইউএলএম দফতরের তরফ থেকে “শেল্টার ফর আরবান  হোমলেস ফর মেল” প্রকল্প চালু হতে চলেছে। কাজ প্রায় শেষের দিকে বলেই জানা গেছে। এই প্রকল্পের সূচনার আগে বৃহস্পতিবার কাজের অগ্রগতি পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, পুরসভার সেক্রেটারি সহ বিভাগীয় আধিকারিকরা।

“ঘরে ফেরা” অর্থাৎ “শেল্টার ফর আরবান হোমলেস ফর মেল” প্রকল্পটি চলতি মাসেই সেখানে চালু হতে চলেছে। সালকিয়ার বাঁধাঘাট এলাকায় যেখানে এই প্রকল্প হচ্ছে তার টপ ফ্লোরে থাকবে মা ক্যান্টিনের কিচেন। যেখানে রান্নাবান্না হবে। এবং তার নিচের তলাটি “শেল্টার ফর আরবান হোমলেস ফর মেল” এদের জন্য ব্যবহার করা হবে। ইতিমধ্যেই হাওড়ার কৈপুকুরে “শেল্টার ফর আরবান হোমলেস ফর উওম্যান”দের জন্য একটি সেন্টার রয়েছে। যাদের ঘরবাড়ি নেই এরকম মহিলারা সেখানে থাকেন। সেরকমই উত্তর হাওড়ার বাঁধাঘাটে আশ্রয়হীন পুরুষদের জন্য এই সেন্টার করা হচ্ছে।

এটি খুব শীঘ্রই চালু করতে হবে এনইউএলএম দফতরের তরফ থেকে। এই হোমলেস  শেল্টারে প্রায় ২৫ জনের মতো আশ্রয়হীন পুরুষ থাকতে পারবেন যাদের মাথার ওপর ছাদ নেই। এদিন সৈকত চৌধুরী বলেন, এই সেন্টারে প্রকৃত গৃহহীন এরকম পঁচিশ জন পুরুষদের রাখা হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের নিবার্চন করা হবে। আমরা রাতের বেলা ঘুরে দেখব কোন কোন লোক রাস্তায় শুয়ে আছেন, কাদের ঘরবাড়ি নেই। এই এপ্রিল মাসের মধ্যেই এই প্রকল্পের উদ্বোধন হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার বাঁধাঘাটে উদ্বোধন হবে “শেল্টার ফর আরবান হোমলেস ফর মেল” জানালেন পুরসভার উপ মুখ্য প্রশাসকের  

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

আইভি আদক: উত্তর হাওড়ার বাঁধাঘাট এলাকায় পুরসভার এনইউএলএম দফতরের তরফ থেকে “শেল্টার ফর আরবান  হোমলেস ফর মেল” প্রকল্প চালু হতে চলেছে। কাজ প্রায় শেষের দিকে বলেই জানা গেছে। এই প্রকল্পের সূচনার আগে বৃহস্পতিবার কাজের অগ্রগতি পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, পুরসভার সেক্রেটারি সহ বিভাগীয় আধিকারিকরা।

“ঘরে ফেরা” অর্থাৎ “শেল্টার ফর আরবান হোমলেস ফর মেল” প্রকল্পটি চলতি মাসেই সেখানে চালু হতে চলেছে। সালকিয়ার বাঁধাঘাট এলাকায় যেখানে এই প্রকল্প হচ্ছে তার টপ ফ্লোরে থাকবে মা ক্যান্টিনের কিচেন। যেখানে রান্নাবান্না হবে। এবং তার নিচের তলাটি “শেল্টার ফর আরবান হোমলেস ফর মেল” এদের জন্য ব্যবহার করা হবে। ইতিমধ্যেই হাওড়ার কৈপুকুরে “শেল্টার ফর আরবান হোমলেস ফর উওম্যান”দের জন্য একটি সেন্টার রয়েছে। যাদের ঘরবাড়ি নেই এরকম মহিলারা সেখানে থাকেন। সেরকমই উত্তর হাওড়ার বাঁধাঘাটে আশ্রয়হীন পুরুষদের জন্য এই সেন্টার করা হচ্ছে।

এটি খুব শীঘ্রই চালু করতে হবে এনইউএলএম দফতরের তরফ থেকে। এই হোমলেস  শেল্টারে প্রায় ২৫ জনের মতো আশ্রয়হীন পুরুষ থাকতে পারবেন যাদের মাথার ওপর ছাদ নেই। এদিন সৈকত চৌধুরী বলেন, এই সেন্টারে প্রকৃত গৃহহীন এরকম পঁচিশ জন পুরুষদের রাখা হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের নিবার্চন করা হবে। আমরা রাতের বেলা ঘুরে দেখব কোন কোন লোক রাস্তায় শুয়ে আছেন, কাদের ঘরবাড়ি নেই। এই এপ্রিল মাসের মধ্যেই এই প্রকল্পের উদ্বোধন হবে।