০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিষান আন্দোলন উঠে যাওয়ায় পূর্ণরুটে চালানোর সিদ্ধান্ত বেশ কিছু ট্রেন

পুবের কলম প্রতিবেদকঃ বিভিন্ন দাবি দাওয়া নিযেü কৃষকদের আন্দোলন এখনও অব্যাহত। যার ফলে ব্যাপক প্রভাব পড়েছে পূর্ব রেলের ট্রেন যোগাযোগ ব্যবস্থায়। কিষান আন্দোলনের ফলে পূর্ব রেলের ফিরোজপুর ডিভিশন পুরোপুরি অবরুদ্ধ ছিল। সেই কারণে কলকাতা থেকে বেশকিছু ট্রেন স্বল্প রুটে চালানো হচ্ছিল। তবে কৃষক আন্দোলন উঠে যাওয়ায় ওই রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বুধবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

পূর্ব রেল সূত্রের খবর–  কলকাতা ০২৩৫৭ স্পেশাল ট্রেনটি কিষান আন্দোলনের কারণে অমৃতসর পর্যন্ত না চালিয়ে লখনউ পর্যন্ত চালানো হচ্ছিল। তবে কিষান আন্দোলন উঠে যাওয়ায় আগামী ২৬ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমৃতসর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালান হবে।

অন্যদিকে– কলকাতা জম্মু তাওয়াই ০৩১৫১ স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে সাহারানপুর পর্যন্ত চালানো হচ্ছিল। তবে বর্তমানে এই ট্রেন রুটে কোনও বাধা না থাকায়  আবার পূর্ণরূপে এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যদিও অমৃতসর থেকে হাওড়া গামী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিষান আন্দোলন উঠে যাওয়ায় পূর্ণরুটে চালানোর সিদ্ধান্ত বেশ কিছু ট্রেন

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ বিভিন্ন দাবি দাওয়া নিযেü কৃষকদের আন্দোলন এখনও অব্যাহত। যার ফলে ব্যাপক প্রভাব পড়েছে পূর্ব রেলের ট্রেন যোগাযোগ ব্যবস্থায়। কিষান আন্দোলনের ফলে পূর্ব রেলের ফিরোজপুর ডিভিশন পুরোপুরি অবরুদ্ধ ছিল। সেই কারণে কলকাতা থেকে বেশকিছু ট্রেন স্বল্প রুটে চালানো হচ্ছিল। তবে কৃষক আন্দোলন উঠে যাওয়ায় ওই রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বুধবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

পূর্ব রেল সূত্রের খবর–  কলকাতা ০২৩৫৭ স্পেশাল ট্রেনটি কিষান আন্দোলনের কারণে অমৃতসর পর্যন্ত না চালিয়ে লখনউ পর্যন্ত চালানো হচ্ছিল। তবে কিষান আন্দোলন উঠে যাওয়ায় আগামী ২৬ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমৃতসর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালান হবে।

অন্যদিকে– কলকাতা জম্মু তাওয়াই ০৩১৫১ স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে সাহারানপুর পর্যন্ত চালানো হচ্ছিল। তবে বর্তমানে এই ট্রেন রুটে কোনও বাধা না থাকায়  আবার পূর্ণরূপে এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যদিও অমৃতসর থেকে হাওড়া গামী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।