২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি তুলে দিচ্ছে আমেরিকা

ইমামা খাতুন
  • আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার
  • / 101

পুবের কলম,ওয়েবডেস্ক: আকাশপথে আমেরিকা যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়ার জরুরি বিধি উঠে যাচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি ১১ মে শেষ হবে।

মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ছাড়া একই দিন দেশটিতে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারি প্রায় শেষ। করোনা মহামারির জেরে সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে।

করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে। হোয়াইট হাউস বলেছে, বাধ্যবাধকতার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার টিকাদানকে জোরদার করেছে। ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশি ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি তুলে দিচ্ছে আমেরিকা

আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আকাশপথে আমেরিকা যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়ার জরুরি বিধি উঠে যাচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি ১১ মে শেষ হবে।

মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ছাড়া একই দিন দেশটিতে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারি প্রায় শেষ। করোনা মহামারির জেরে সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে।

করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে। হোয়াইট হাউস বলেছে, বাধ্যবাধকতার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার টিকাদানকে জোরদার করেছে। ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।