১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাখণ্ডে ১৫ টি মাজারের ওপর সরকারের বুলডোজার

পুবের কলম, ওয়েবডেস্ক: অব্যাহত রয়েছে মাজার ভেঙে ফেলার অভিযান। উত্তরাখণ্ডের  মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অবৈধ মাজার ভেঙে ফেলার কথা ঘোষণা করেন এক মাস আগেই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেবভূমি উত্তরাখণ্ডে অবৈধ মাজারগুলো ভেঙে ফেলা হবে। তিনি ওই ঘটনাকে ‘ল্যান্ড জিহাদ’ আখ্যা দিয়ে রাজ্যে ল্যান্ড জিহাদ চলবে না বলে দাবি করেন। আর মঙ্গলবারও ১৫টি অবৈধ মাজার ভেঙে ফেলা হয়েছে। বন বিভাগের জমি দখল করে এসব মাজার নির্মাণ করা হয়েছে বলে দাবি। মুখ্যমন্ত্রী ধামি গত এক মাস ধরে সরকারি জমিতে বেআইনিভাবে নির্মিত মাজারগুলি অপসারণের নির্দেশ দেন, তারপরে বন বিভাগ এই মাজারগুলি ভেঙে তাদের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে। উত্তরাখণ্ডে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মাজার চিহ্নিত করা হয়েছে, যেগুলো  অবৈধভাবে বন বিভাগ বা সরকারের অন্যান্য জমি দখল করে তৈরি করা হয়েছিল বলে দাবি এবং এরই মধ্যে ২৩০ টি মাজার সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা  হয়েছে। এসব মাজারে মৃত ব্যক্তির দেহাবশেষ নেই বলেও চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী ধামি। এ বিষয়ে সিএম ধামি বলেন, মাজার জিহাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। দেবভূমির চিরন্তন রূপ বজায় রাখা আমাদের প্রথম দায়িত্ব। আমরা তোষণ করছি না, আমরা সরকারি জমি থেকে অবৈধ নির্মাণ অপসারণ করছি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সম্ভল সহিংসতা: এএসপি অনুজ চৌধুরি-সহ ২০ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরাখণ্ডে ১৫ টি মাজারের ওপর সরকারের বুলডোজার

আপডেট : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অব্যাহত রয়েছে মাজার ভেঙে ফেলার অভিযান। উত্তরাখণ্ডের  মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অবৈধ মাজার ভেঙে ফেলার কথা ঘোষণা করেন এক মাস আগেই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেবভূমি উত্তরাখণ্ডে অবৈধ মাজারগুলো ভেঙে ফেলা হবে। তিনি ওই ঘটনাকে ‘ল্যান্ড জিহাদ’ আখ্যা দিয়ে রাজ্যে ল্যান্ড জিহাদ চলবে না বলে দাবি করেন। আর মঙ্গলবারও ১৫টি অবৈধ মাজার ভেঙে ফেলা হয়েছে। বন বিভাগের জমি দখল করে এসব মাজার নির্মাণ করা হয়েছে বলে দাবি। মুখ্যমন্ত্রী ধামি গত এক মাস ধরে সরকারি জমিতে বেআইনিভাবে নির্মিত মাজারগুলি অপসারণের নির্দেশ দেন, তারপরে বন বিভাগ এই মাজারগুলি ভেঙে তাদের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে। উত্তরাখণ্ডে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মাজার চিহ্নিত করা হয়েছে, যেগুলো  অবৈধভাবে বন বিভাগ বা সরকারের অন্যান্য জমি দখল করে তৈরি করা হয়েছিল বলে দাবি এবং এরই মধ্যে ২৩০ টি মাজার সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা  হয়েছে। এসব মাজারে মৃত ব্যক্তির দেহাবশেষ নেই বলেও চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী ধামি। এ বিষয়ে সিএম ধামি বলেন, মাজার জিহাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। দেবভূমির চিরন্তন রূপ বজায় রাখা আমাদের প্রথম দায়িত্ব। আমরা তোষণ করছি না, আমরা সরকারি জমি থেকে অবৈধ নির্মাণ অপসারণ করছি।