১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু শিবপুরের ২ যুবকের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ মে ২০২৩, বুধবার
  • / 71

পুবের কলম,ওয়েবডেস্ক: বেড়াতে যাওয়ায় কাল হল। সমুদ্রে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হাওড়ার শিবপুরের বাসিন্দা। সূত্রের খবর,পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্র স্নানে নামলে এই ঘটনা ঘটে। হাওড়ার  আচার্য পাড়া লেন থেকে গত ১ তারিখে বেড়াতে গিয়েছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। বুধবার সমুদ্রে তাঁরা স্নান করতে নেমেছিলেন।

এদের মধ্যে তিন জন প্রথমে তলিয়ে যান। লাইফ গার্ডের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে দু’জন মারা যান। মৃত দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। তাদের নাম রঞ্জন দাস(৫১) ও রিষভ দাস(১৬)। এদের ভাগ্নেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিকেলেই হাওড়ায় এদের বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছায়।

আরও পড়ুন: নবান্নে জমা পড়ল পুরীতে প্রস্তাবিত বঙ্গনিবাস নির্মাণের নকশা

প্রতিবেশীরা সেখানে ছুটে যান। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদের প্রতিবেশী জানান চলতি মাসের ১ তারিখ এরা মোট ৬ জন পুরী বেড়াতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতো এদিনেও তারা সপরিবারে স্নান করতে নেমেছিলেন সমুদ্রে। কিন্তু সেসময় বড়ো ঢেউয়ে এরা তলিয়ে যান। মৃত্যু হয় বাবা ও ছেলের। আহত হন ভাগ্নে। এলাকার প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে মৃতদের দেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন: হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু শিবপুরের ২ যুবকের

আপডেট : ৩ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বেড়াতে যাওয়ায় কাল হল। সমুদ্রে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হাওড়ার শিবপুরের বাসিন্দা। সূত্রের খবর,পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্র স্নানে নামলে এই ঘটনা ঘটে। হাওড়ার  আচার্য পাড়া লেন থেকে গত ১ তারিখে বেড়াতে গিয়েছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। বুধবার সমুদ্রে তাঁরা স্নান করতে নেমেছিলেন।

এদের মধ্যে তিন জন প্রথমে তলিয়ে যান। লাইফ গার্ডের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে দু’জন মারা যান। মৃত দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। তাদের নাম রঞ্জন দাস(৫১) ও রিষভ দাস(১৬)। এদের ভাগ্নেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিকেলেই হাওড়ায় এদের বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছায়।

আরও পড়ুন: নবান্নে জমা পড়ল পুরীতে প্রস্তাবিত বঙ্গনিবাস নির্মাণের নকশা

প্রতিবেশীরা সেখানে ছুটে যান। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদের প্রতিবেশী জানান চলতি মাসের ১ তারিখ এরা মোট ৬ জন পুরী বেড়াতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতো এদিনেও তারা সপরিবারে স্নান করতে নেমেছিলেন সমুদ্রে। কিন্তু সেসময় বড়ো ঢেউয়ে এরা তলিয়ে যান। মৃত্যু হয় বাবা ও ছেলের। আহত হন ভাগ্নে। এলাকার প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে মৃতদের দেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন: হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো