০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ই-প্রেসক্রিপশন চালুর নির্দেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মে ২০২৩, শনিবার
  • / 89

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এবার থেকে হাতে লেখা নয়, মিলবে ই-প্রেসক্রিপশন। প্রথম দফায় রাজ্যের ২০১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ব্যবস্থা চালু করা হবে। তার পর ধীরে ধীরে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ই-প্রেসক্রিপশন চালু করা হবে। চিকিৎসকদের হাতের লেখা পড়তে সমস্যা হওয়ায় এই সিদ্ধান্ত।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যের সব মেডিকেল কলেজের অন্তত দুটি বিভাগে এই ই-প্রেসক্রিপশান চালু করতে হবে। জুন মাসের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সব হাসপাতালকে। বিশেষজ্ঞদের মত, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রোগীরা। কারণ চিকিৎসকদের হাতের লেখা বুঝতে না পারায় ওষুধ দোকান থেকে ভুল ওষুধ দেওয়ার ঘটনা ঘটেছে অতীতে। যার ফলে বহু রোগীর প্রাণহানি হয়েছে। ই-প্রেসক্রিপশন চালু হলে হাতের লেখা জনিত সমস্যা থেকে রেহাই পাবেন রোগীরা।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

কীভাবে প্রস্তুত করা হবে ই-প্রেসক্রিপশন -এ প্রসঙ্গে স্বাস্থ্যকর্তারা জানান, একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে দ্রুত ই-প্রেসক্রিপশন প্রস্তুত করা হবে। ইতিমধ্যেই সেই সফটওয়্যার ব্যবহার করে ই-প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে মাল ও বিধাননগর মহকুমা হাসপাতালে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল এবং হাওড়ার বেশ কয়েকটি গ্রামীণ ও ব্লক হাসপাতাল এবং পিজি ও মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো-এন্টেরোলজি বিভাগে ই প্রেসক্রিপশন চালু হয়েছে। দেড় বছর ধরে এই প্রকল্প সাফল্যের সঙ্গে চলার পরই রাজ্যজুড়ে এই প্রযুক্তির বিস্তার ঘটানো হচ্ছে। এই পদ্ধতি চালু হলে রাজ্যের হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন: ভোটের পরেও দশদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়, নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন: ছানি অপারেশনে আরও জোর সরকারি হাসপাতালগুলিতে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ই-প্রেসক্রিপশন চালুর নির্দেশ

আপডেট : ৬ মে ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এবার থেকে হাতে লেখা নয়, মিলবে ই-প্রেসক্রিপশন। প্রথম দফায় রাজ্যের ২০১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ব্যবস্থা চালু করা হবে। তার পর ধীরে ধীরে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ই-প্রেসক্রিপশন চালু করা হবে। চিকিৎসকদের হাতের লেখা পড়তে সমস্যা হওয়ায় এই সিদ্ধান্ত।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যের সব মেডিকেল কলেজের অন্তত দুটি বিভাগে এই ই-প্রেসক্রিপশান চালু করতে হবে। জুন মাসের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সব হাসপাতালকে। বিশেষজ্ঞদের মত, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রোগীরা। কারণ চিকিৎসকদের হাতের লেখা বুঝতে না পারায় ওষুধ দোকান থেকে ভুল ওষুধ দেওয়ার ঘটনা ঘটেছে অতীতে। যার ফলে বহু রোগীর প্রাণহানি হয়েছে। ই-প্রেসক্রিপশন চালু হলে হাতের লেখা জনিত সমস্যা থেকে রেহাই পাবেন রোগীরা।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

কীভাবে প্রস্তুত করা হবে ই-প্রেসক্রিপশন -এ প্রসঙ্গে স্বাস্থ্যকর্তারা জানান, একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে দ্রুত ই-প্রেসক্রিপশন প্রস্তুত করা হবে। ইতিমধ্যেই সেই সফটওয়্যার ব্যবহার করে ই-প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে মাল ও বিধাননগর মহকুমা হাসপাতালে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল এবং হাওড়ার বেশ কয়েকটি গ্রামীণ ও ব্লক হাসপাতাল এবং পিজি ও মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো-এন্টেরোলজি বিভাগে ই প্রেসক্রিপশন চালু হয়েছে। দেড় বছর ধরে এই প্রকল্প সাফল্যের সঙ্গে চলার পরই রাজ্যজুড়ে এই প্রযুক্তির বিস্তার ঘটানো হচ্ছে। এই পদ্ধতি চালু হলে রাজ্যের হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন: ভোটের পরেও দশদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলায়, নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন: ছানি অপারেশনে আরও জোর সরকারি হাসপাতালগুলিতে