৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তান থেকে প্রায় ১ লাখের বেশি মানুষকে সরানো হয়েছে, সময়মতো সরবে সেনাওঃ বাইডেন

পুবের কলম, ওয়েবডেস্কঃ চলতি মাসের ৩১ তারিখে মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এখনও পর্যন্ত প্রায় একলাখেরও বেশি মানুষকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। ১৪ আগস্ট থেকে এই পরিসংখ্যানই তুলে ধরেছে বাইডেন সরকার।
হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক লাখ মানুষের মধ্যে বৃহস্পতিবারই ১২ ঘণ্টায় কাবুল থেকে প্রায় সাড়ে ৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।
এ মাসেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করে বাইডেন সরকার। এমন পরিস্থিতিতে ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আদৌ সম্ভব কি না, এ প্রশ্ন তুলেছেন অনেকেই। এর জবাব দিয়েই জো বাইডেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সরে যাবেন মার্কিন সেনারা।
এদিকে এই রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে বিভিন্ন প্রদেশে গোয়েন্দাদের আশঙ্কাকে সত্যি করে বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমাননন্দর। ঘটনায় নিহত কমপক্ষে ৭৩ জন। আহত ১৫০’র বেশি। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে হতা-হতের সংখ্যা। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত সহ একাধিক দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এই ঘটনা কোনদিন আমরা ভুলব না, ক্ষমাও করব না। যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের খুঁজে বের করা হবে এবং এত সংখ্যক প্রাণহানির জন্য তাদের মূল্য চোকাতে হবে’।
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচনা করে বলেছেন, “এই ধরনের ঘটনা ঘটাই উচিত ছিল না।” সমালোচনায় মুখর হয়েছে তালিবানও।

সর্বধিক পাঠিত

বৈষম্য দূর, নতুন শ্রমবিধি-সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে ধর্মঘটে গিগ শ্রমিকরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তান থেকে প্রায় ১ লাখের বেশি মানুষকে সরানো হয়েছে, সময়মতো সরবে সেনাওঃ বাইডেন

আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ চলতি মাসের ৩১ তারিখে মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এখনও পর্যন্ত প্রায় একলাখেরও বেশি মানুষকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। ১৪ আগস্ট থেকে এই পরিসংখ্যানই তুলে ধরেছে বাইডেন সরকার।
হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক লাখ মানুষের মধ্যে বৃহস্পতিবারই ১২ ঘণ্টায় কাবুল থেকে প্রায় সাড়ে ৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।
এ মাসেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করে বাইডেন সরকার। এমন পরিস্থিতিতে ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আদৌ সম্ভব কি না, এ প্রশ্ন তুলেছেন অনেকেই। এর জবাব দিয়েই জো বাইডেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সরে যাবেন মার্কিন সেনারা।
এদিকে এই রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে বিভিন্ন প্রদেশে গোয়েন্দাদের আশঙ্কাকে সত্যি করে বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমাননন্দর। ঘটনায় নিহত কমপক্ষে ৭৩ জন। আহত ১৫০’র বেশি। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে হতা-হতের সংখ্যা। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত সহ একাধিক দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এই ঘটনা কোনদিন আমরা ভুলব না, ক্ষমাও করব না। যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের খুঁজে বের করা হবে এবং এত সংখ্যক প্রাণহানির জন্য তাদের মূল্য চোকাতে হবে’।
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচনা করে বলেছেন, “এই ধরনের ঘটনা ঘটাই উচিত ছিল না।” সমালোচনায় মুখর হয়েছে তালিবানও।