০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিহাড় জেলে গ্যাংস্টার খুনে টিএনএসপি’র ৭ পুলিশকর্মী সাসপেন্ড

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: : কড়া নিরাপত্তা যুক্ত তিহাড় জেলে মঙ্গলবার সকালে গোগি গ্যাংয়ের চারজন দুষ্কৃতী গ্যাং স্টার তেজপুরিয়ার উপর আক্রমণ চালায়। এর পরেও সে জীবিত ছিল। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা যখন তেজপুরিয়াকে জখম অবস্থায় নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় গোগি গ্যাংয়ের লোকেরা তাকে আবার আক্রমণ করে। দ্বিতীয়বার আক্রমণেই মৃত্যু হয় তেজপুরিয়ার। এই ঘটনায় তামিলনাড়ু স্পেশাল পুলিশের (টিএনএসপি) সাত জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনার দিন তিহাড় জেলের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। সেখানে দেখা যায়, তেজপুরিয়াকে যখন কোনও অস্ত্র দিয়ে আঘাত করছিল দুষ্কৃতীরা, তখন টিএনএসপি-পুলিশ কর্মীরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন: ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে, রাখা হবে তিহাড় জেলে

দিল্লি কারাগারের ডিজি সঞ্জয় বেনিওয়াল তামিলনাড়ু পুলিশকে চিঠি দিয়ে এই ঘটনায় ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। কারাগারের কর্মকর্তারা জানান, টিএনএসপি কর্মীদের আট নম্বর সেলে মোতায়েন করা হয়েছিল যেখানে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: শিয়রে পঞ্চায়েত ভোট, পুলিশকর্মীদের উপর লোকেশন ট্র্যাক করবে লালবাজার

একজন জেল কর্মকর্তা বলেছেন, টিএনএসপি’র কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে তাদের কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এর পরেই সাতজন পুলিশকে সাসপেন্ড করা হয়। পরে আবার তাদের ডেকে পাঠানো হয়।

আরও পড়ুন: রক্তারক্তি কাণ্ড তিহাড় জেলে,  মৃত ১ বন্দি  

জানা গেছে, টিএনএসপি তিহাড় জেল প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে থাকে। তিহাড় জেলের সেই সিসিটিভি ফুটেজে দেখে গেছে, তেজপুরিয়ার ওপর যখন আক্রমণ চলছিল তখন কোনও রকমভাবে তাদের বাধা দেয়নি দায়িত্বে থাকা সাত জন টিএনএসপি পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিহাড় জেলে গ্যাংস্টার খুনে টিএনএসপি’র ৭ পুলিশকর্মী সাসপেন্ড

আপডেট : ৮ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : কড়া নিরাপত্তা যুক্ত তিহাড় জেলে মঙ্গলবার সকালে গোগি গ্যাংয়ের চারজন দুষ্কৃতী গ্যাং স্টার তেজপুরিয়ার উপর আক্রমণ চালায়। এর পরেও সে জীবিত ছিল। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা যখন তেজপুরিয়াকে জখম অবস্থায় নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় গোগি গ্যাংয়ের লোকেরা তাকে আবার আক্রমণ করে। দ্বিতীয়বার আক্রমণেই মৃত্যু হয় তেজপুরিয়ার। এই ঘটনায় তামিলনাড়ু স্পেশাল পুলিশের (টিএনএসপি) সাত জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনার দিন তিহাড় জেলের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। সেখানে দেখা যায়, তেজপুরিয়াকে যখন কোনও অস্ত্র দিয়ে আঘাত করছিল দুষ্কৃতীরা, তখন টিএনএসপি-পুলিশ কর্মীরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন: ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে, রাখা হবে তিহাড় জেলে

দিল্লি কারাগারের ডিজি সঞ্জয় বেনিওয়াল তামিলনাড়ু পুলিশকে চিঠি দিয়ে এই ঘটনায় ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। কারাগারের কর্মকর্তারা জানান, টিএনএসপি কর্মীদের আট নম্বর সেলে মোতায়েন করা হয়েছিল যেখানে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: শিয়রে পঞ্চায়েত ভোট, পুলিশকর্মীদের উপর লোকেশন ট্র্যাক করবে লালবাজার

একজন জেল কর্মকর্তা বলেছেন, টিএনএসপি’র কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে তাদের কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এর পরেই সাতজন পুলিশকে সাসপেন্ড করা হয়। পরে আবার তাদের ডেকে পাঠানো হয়।

আরও পড়ুন: রক্তারক্তি কাণ্ড তিহাড় জেলে,  মৃত ১ বন্দি  

জানা গেছে, টিএনএসপি তিহাড় জেল প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে থাকে। তিহাড় জেলের সেই সিসিটিভি ফুটেজে দেখে গেছে, তেজপুরিয়ার ওপর যখন আক্রমণ চলছিল তখন কোনও রকমভাবে তাদের বাধা দেয়নি দায়িত্বে থাকা সাত জন টিএনএসপি পুলিশ।