২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাবুল বিমানবন্দর রক্ষার দায়িত্বে ছিল মার্কিন সেনা, ব্যর্থ হয়েছে ওরাঃ তালিবান মুখপাত্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার
  • / 82

পুবের কলম, ওয়েবডেস্কঃ একাধিক বিস্ফোরণে শ্মশানপুরী কাবুল। বিমানবন্দর সহ পাঁচটি জায়গায় আত্মঘাতী বিস্ফোরণে ক্রমশই বেড়ে চলেছে হতা-হতের সংখ্যা। নিহতদের মধ্যে রয়েছে শিশুরা। চারদিকেই শুধু হাহাকার আর রক্ত!

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তালিবান। তালিবানের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে এই ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়েছেন। এদিন তিনি বলেন, গোটা দেশের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর সুরক্ষার দায়িত্বে ছিল মার্কিন সেনারা। হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে মার্কিন সেনা। তিনি আরও বলেন, আফগানিস্তানের জনগনের নিরাপত্তা ও সুরক্ষায় তালিবান সব সময় তৎপর। এই ধরনের হামলা আটকাতে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে তারা।

জবিউল্লাহ মুজাহিদ এদিন আরও একবার বলেন তালিবান আগেই জানিয়েছে, তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আফগানিস্তানকে সন্ত্রাসবাদের বধ্যভূমি হতে দেবে না।

অন্যদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিৃবতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায়। ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমগ্র বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাবুল বিমানবন্দর রক্ষার দায়িত্বে ছিল মার্কিন সেনা, ব্যর্থ হয়েছে ওরাঃ তালিবান মুখপাত্র

আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ একাধিক বিস্ফোরণে শ্মশানপুরী কাবুল। বিমানবন্দর সহ পাঁচটি জায়গায় আত্মঘাতী বিস্ফোরণে ক্রমশই বেড়ে চলেছে হতা-হতের সংখ্যা। নিহতদের মধ্যে রয়েছে শিশুরা। চারদিকেই শুধু হাহাকার আর রক্ত!

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তালিবান। তালিবানের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে এই ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়েছেন। এদিন তিনি বলেন, গোটা দেশের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর সুরক্ষার দায়িত্বে ছিল মার্কিন সেনারা। হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে মার্কিন সেনা। তিনি আরও বলেন, আফগানিস্তানের জনগনের নিরাপত্তা ও সুরক্ষায় তালিবান সব সময় তৎপর। এই ধরনের হামলা আটকাতে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে তারা।

জবিউল্লাহ মুজাহিদ এদিন আরও একবার বলেন তালিবান আগেই জানিয়েছে, তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আফগানিস্তানকে সন্ত্রাসবাদের বধ্যভূমি হতে দেবে না।

অন্যদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিৃবতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায়। ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমগ্র বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দেওয়া হয়েছে।