২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিউনিসিয়ার সিনাগগে গুলি, নিহত ৪  

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মে ২০২৩, বুধবার
  • / 46

পুবের কলম,ওয়েবডেস্ক: আফ্রিকার সবচেয়ে পুরানো ইহুদি উপাসনালয় বা সিনাগগে বন্দুকধারীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তিউনিসিয়ার অন্যতম পর্যটন নগরী জেরবায় অবস্থিত ওই সিনাগগে হামলা চালায় এক বন্দুকধারী। নিহতদের মধ্যে দু’জন এসেছিলেন সিনাগগে ঘুরতে, একজন সিনাগগের নিরাপত্তারক্ষী এবং আরেকজন বন্দুকধারী নিজে। প্রতিবছর এই সময়টিতে সিনাগগটিতে বিপুল সংখ্যক পর্যটক আসেন ঘুরতে।

এর আগে, ২০০২ সালে আল কায়দা তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় শহর জেরবায় হামলায় চালায়। এর পর থেকেই সিনাগগের নিরাপত্তা কড়া করে তিউনিসিয়া সরকার। কিন্তু তার মাঝেই এই হামলা চলল। ২০০২ সালের সেই হামলায় ২১ পশ্চিমা পর্যটকের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের চেষ্টা ও গুলি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার মূল মাস্টারমাইন্ড

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তি তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের জেরবা অঞ্চলে অবস্থিত নেভাল সেন্টারের একজন সদস্য। আরও বলা হয়, ঘটনার শুরুতে ওই ব্যক্তি প্রথমে নিজের এক সহকর্মীকে হত্যা করে তার থেকে অস্ত্র ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: ব্রেকিং: তপ্ত মণিপুরে ফের ঝরল প্রাণ, পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত ৪

এরপর সিনাগগের কাছে পৌঁছে ওই ব্যক্তি সেখান নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। গুলিতে দুই পর্যটক এবং এক নিরাপত্তারক্ষী নিহত হয়। এ সময় আরও ৫ নিরাপত্তারক্ষী এবং ৪ পর্যটক আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।তিউনিসিয়া সরকার জানিয়েছে, নিহত দুই পর্যটকের মধ্যে একজন ফরাসি এবং অপরজন তিউনিসীয়।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিউনিসিয়ার সিনাগগে গুলি, নিহত ৪  

আপডেট : ১০ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আফ্রিকার সবচেয়ে পুরানো ইহুদি উপাসনালয় বা সিনাগগে বন্দুকধারীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তিউনিসিয়ার অন্যতম পর্যটন নগরী জেরবায় অবস্থিত ওই সিনাগগে হামলা চালায় এক বন্দুকধারী। নিহতদের মধ্যে দু’জন এসেছিলেন সিনাগগে ঘুরতে, একজন সিনাগগের নিরাপত্তারক্ষী এবং আরেকজন বন্দুকধারী নিজে। প্রতিবছর এই সময়টিতে সিনাগগটিতে বিপুল সংখ্যক পর্যটক আসেন ঘুরতে।

এর আগে, ২০০২ সালে আল কায়দা তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় শহর জেরবায় হামলায় চালায়। এর পর থেকেই সিনাগগের নিরাপত্তা কড়া করে তিউনিসিয়া সরকার। কিন্তু তার মাঝেই এই হামলা চলল। ২০০২ সালের সেই হামলায় ২১ পশ্চিমা পর্যটকের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের চেষ্টা ও গুলি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার মূল মাস্টারমাইন্ড

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তি তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের জেরবা অঞ্চলে অবস্থিত নেভাল সেন্টারের একজন সদস্য। আরও বলা হয়, ঘটনার শুরুতে ওই ব্যক্তি প্রথমে নিজের এক সহকর্মীকে হত্যা করে তার থেকে অস্ত্র ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: ব্রেকিং: তপ্ত মণিপুরে ফের ঝরল প্রাণ, পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত ৪

এরপর সিনাগগের কাছে পৌঁছে ওই ব্যক্তি সেখান নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। গুলিতে দুই পর্যটক এবং এক নিরাপত্তারক্ষী নিহত হয়। এ সময় আরও ৫ নিরাপত্তারক্ষী এবং ৪ পর্যটক আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।তিউনিসিয়া সরকার জানিয়েছে, নিহত দুই পর্যটকের মধ্যে একজন ফরাসি এবং অপরজন তিউনিসীয়।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক