মৃত্যুনগরী কাবুল, নিহত ১৭০, আহত ২০০’র বেশি

- আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্কঃ মৃত্যুনগরী কাবুল। বিস্ফোরণে ঘটনায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০। আহত প্রায় ২০০ জন। ১৩২ জনের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। নিহদের মধ্যে ৩২ জন পুরুষ। তিন মহিলা সহ তিন শিশু রয়েছে। ক্রমশই হতা-হতের সংখ্যা বেড়ে চলেছে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে কাবুলে ধারাবাহিক বিস্ফোরণে ঘটনায় ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। সিবিএস আফগান অফিসিয়ালকে উদ্ধৃত করে জানিয়েছে, আইআই খোরসান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। বিস্ফোরণে পর চলে এলোপাথাড়ি গুলি। প্রথম বিস্ফোরণটি হয় হামিদ কারজাই বিমান বন্দরে অ্যাবি গেটের সামনে। দ্বিতীয় বিস্ফোরণ হয় বিমানবন্দরের কাছে ব্যারন হোটেলে সামনে। পরে স্থানীয় সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা যায়, মোট পাঁচটি বিস্ফোরণ হয়েছে কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকা জুড়ে।