পুবের কলম ওয়েবডেস্কঃ এবার করোনার প্রতিষেধক আনতে চায় রিলায়েন্স। ভারতে সবচেয়ে বড় বেসরকারি সংস্থা লাইফ সায়েন্স শাখার তরফে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি মিলেছে। বেশ কিছুদিন ধরেই এই টিকা বাজারে আনার ব্যাপারে গবেষণা চালাচ্ছে রিলায়েন্স। এরপর তারা ট্রায়ালের জন্য ডাগ কন্ট্রোল বোর্ডের কাছে আবেদন জানায়। অবশেষে মিলেছে অনুমতি।
দেশে সর্বপ্রথম করোনা টিকার অনুমোদন পেয়েছিল সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। এরপরই অনুমতি পায় ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। তারপরে একে একে অনুমোদন পেয়েছে রাশিয়ার স্পুটনিক ভি, জনসন অ্যান্ড জনসন, মডার্না ও জাইডাস ক্যাডিলার জাইকভ-ভি। এই তালিকায় এবার সংযুক্ত হতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের নাম।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এবার ভারতের বাজারে আসতে চলেছে রিলায়েন্সের টিকা, মিলল ট্রায়ালের অনুমতি
-
সুস্মিতা - আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার
- 43
ট্যাগ :
time Reliance's vaccine
সর্বধিক পাঠিত




























