১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ দিন আমাজনে জীবিত চার শিশু !

পুবের কলম,ওয়েবডেস্ক: কলম্বিয়ার আমাজন জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর তিন শিশু ও এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৭ দিন আগে আমাজনে বিধ্বস্ত হয় বিমানটি। এতে তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হন। সেদিন থেকে ওই বিমানে থাকা বাকি সদস্যদের সন্ধানে স্নিফার কুকুরসহ শতাধিক সেনা মোতায়েন করেছিল কলম্বিয়ার কর্তৃপক্ষ। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় বলেন, ‘সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার কারণে শিশুদের খুঁজে পাওয়া গেছে। এটি দেশের জন্য একটি আনন্দের খবর’। বুধবার কলম্বিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছিল, উদ্ধারকারীরা জোর চেষ্টা চালাচ্ছেন। তাদের বিশ্বাস, ঘটনাস্থলে জীবিত ব্যক্তিরা আছেন।  সশস্ত্র বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে কাঁচি এবং একটি চুলের ফিতা পড়ে আছে। শিশুর দুধের বোতল এবং আধ-খাওয়া একটি ফলও পাওয়া গিয়েছিল সেখানে। উদ্ধারকারীদের ধারণা, ১৩, ৯, ৪ এবং ১১ মাস বয়সী চার শিশু ১ মে দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকেটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সোমবার এবং মঙ্গলবার সেনারা পাইলট এবং দুই জন প্রাপ্তবয়স্কের মরদেহ খুঁজে পায়। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বিমানে করে তারা কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টের অন্যতম প্রধান শহর সান জোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিল। কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের কারণ উল্লেখ করেনি।

আরও পড়ুন: আল্লাহ যেন শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত আবদুল্লাহ
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৭ দিন আমাজনে জীবিত চার শিশু !

আপডেট : ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কলম্বিয়ার আমাজন জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর তিন শিশু ও এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৭ দিন আগে আমাজনে বিধ্বস্ত হয় বিমানটি। এতে তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হন। সেদিন থেকে ওই বিমানে থাকা বাকি সদস্যদের সন্ধানে স্নিফার কুকুরসহ শতাধিক সেনা মোতায়েন করেছিল কলম্বিয়ার কর্তৃপক্ষ। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় বলেন, ‘সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার কারণে শিশুদের খুঁজে পাওয়া গেছে। এটি দেশের জন্য একটি আনন্দের খবর’। বুধবার কলম্বিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছিল, উদ্ধারকারীরা জোর চেষ্টা চালাচ্ছেন। তাদের বিশ্বাস, ঘটনাস্থলে জীবিত ব্যক্তিরা আছেন।  সশস্ত্র বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে কাঁচি এবং একটি চুলের ফিতা পড়ে আছে। শিশুর দুধের বোতল এবং আধ-খাওয়া একটি ফলও পাওয়া গিয়েছিল সেখানে। উদ্ধারকারীদের ধারণা, ১৩, ৯, ৪ এবং ১১ মাস বয়সী চার শিশু ১ মে দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকেটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সোমবার এবং মঙ্গলবার সেনারা পাইলট এবং দুই জন প্রাপ্তবয়স্কের মরদেহ খুঁজে পায়। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বিমানে করে তারা কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টের অন্যতম প্রধান শহর সান জোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিল। কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের কারণ উল্লেখ করেনি।

আরও পড়ুন: আল্লাহ যেন শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত আবদুল্লাহ