১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার ভেতরের কলকাতাকে চেনাতে অভিনব উদ্যোগ পুরসভার

পুবের কলম প্রতিবেদক: কলকাতাকে একদিকে যেমন ‘সিটি অব জয়’ বলা হয়, অন্যদিকে ঠিক তেমনি বলা হয় ‘সিটি অব প্যালেসেস’ অর্থাৎ প্রাসাদের নগরী। শত শত বছরের পুরনো অবকাঠামো আজও শহরের বুকে ঠাঁয় দাড়িয়ে আছে ঐতিহ্যের বাহক হিসেবে। এই ঐতিহ্যের সাক্ষী হতে বছরভর পর্যটকদের আনাগোনা চলে কলকাতায়। তবে স্থাপত্যকে চাক্ষুষ করলেও অনেক সময় তার ইতিহাস অজানাই থেকে যায়। এবার এই সমস্যার সমাধান করতে চলেছে কলকাতা পুরসভা। সেই লক্ষ্যে কলকাতা পুরসভার ওয়েবসাইটে যুক্ত হতে চলেছে নতুন একটি প্ল্যাটফর্ম। সেখানে কলকাতার যাবতীয় দর্শনীয় স্থানের উল্লেখ থাকবে। একইসঙ্গে সেই জায়গার ইতিহাস সম্পর্কেও ইতিহাস সম্পর্কেও বিবরণী থাকবে।

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই শহরকে সাজিয়ে তুলেছিলেন। তৃণমূল আমলেই শহরে গড়ে উঠেছে ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়াম,  বিশ্ববাংলা রেস্তোরাঁ, আলিপুরের মতো মিউজিয়াম। সাজিয়ে তোলা হয়েছে প্রিন্সেপ ঘাট, আলিপুর চিড়িয়াখানা। কিন্তু কোন দর্শনীয় স্থান, সপ্তাহের কোন কোন দিন কটা থেকে কটা পর্যন্ত প্রবেশের অনুমতি আছে তা অনেকেই জানেন না। ফলে সঠিক তথ্যের অভাবে অনেকেই সময়মতো পৌঁছাতে পারেন না।

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

প্রবাসী বাঙালিররা জানেন না শহরে নতুন কোন দর্শনীয় স্থান মাথা তুলেছে। সেই যাবতীয় তথ্য দেওয়া থাকবে এই প্লাটফর্মে। পথ নির্দেশিকা সহ থাকবে স্থাপত্যের ইতিহাস।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি হওয়া শহরগুলির মধ্যে একটি কলকাতা। সেই সময় নিজেদের ব্যবসা বাণিজ্যের কথা মাথায় রেখে কলকাতাকে বাণিজ্য নগরী করে গড়ে তুলেছিল ব্রিটিশরা। সেই সময়কার স্থাপত্য এখনও জ্বলজ্বল করে শহরের বুকে। যার টানে আজও লাখ লাখ পর্যটক কলকাতায় ছুটে আসে বিশ্বের সব প্রান্ত থেকে।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

 

 

সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতার ভেতরের কলকাতাকে চেনাতে অভিনব উদ্যোগ পুরসভার

আপডেট : ২৮ মে ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: কলকাতাকে একদিকে যেমন ‘সিটি অব জয়’ বলা হয়, অন্যদিকে ঠিক তেমনি বলা হয় ‘সিটি অব প্যালেসেস’ অর্থাৎ প্রাসাদের নগরী। শত শত বছরের পুরনো অবকাঠামো আজও শহরের বুকে ঠাঁয় দাড়িয়ে আছে ঐতিহ্যের বাহক হিসেবে। এই ঐতিহ্যের সাক্ষী হতে বছরভর পর্যটকদের আনাগোনা চলে কলকাতায়। তবে স্থাপত্যকে চাক্ষুষ করলেও অনেক সময় তার ইতিহাস অজানাই থেকে যায়। এবার এই সমস্যার সমাধান করতে চলেছে কলকাতা পুরসভা। সেই লক্ষ্যে কলকাতা পুরসভার ওয়েবসাইটে যুক্ত হতে চলেছে নতুন একটি প্ল্যাটফর্ম। সেখানে কলকাতার যাবতীয় দর্শনীয় স্থানের উল্লেখ থাকবে। একইসঙ্গে সেই জায়গার ইতিহাস সম্পর্কেও ইতিহাস সম্পর্কেও বিবরণী থাকবে।

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই শহরকে সাজিয়ে তুলেছিলেন। তৃণমূল আমলেই শহরে গড়ে উঠেছে ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়াম,  বিশ্ববাংলা রেস্তোরাঁ, আলিপুরের মতো মিউজিয়াম। সাজিয়ে তোলা হয়েছে প্রিন্সেপ ঘাট, আলিপুর চিড়িয়াখানা। কিন্তু কোন দর্শনীয় স্থান, সপ্তাহের কোন কোন দিন কটা থেকে কটা পর্যন্ত প্রবেশের অনুমতি আছে তা অনেকেই জানেন না। ফলে সঠিক তথ্যের অভাবে অনেকেই সময়মতো পৌঁছাতে পারেন না।

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

প্রবাসী বাঙালিররা জানেন না শহরে নতুন কোন দর্শনীয় স্থান মাথা তুলেছে। সেই যাবতীয় তথ্য দেওয়া থাকবে এই প্লাটফর্মে। পথ নির্দেশিকা সহ থাকবে স্থাপত্যের ইতিহাস।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি হওয়া শহরগুলির মধ্যে একটি কলকাতা। সেই সময় নিজেদের ব্যবসা বাণিজ্যের কথা মাথায় রেখে কলকাতাকে বাণিজ্য নগরী করে গড়ে তুলেছিল ব্রিটিশরা। সেই সময়কার স্থাপত্য এখনও জ্বলজ্বল করে শহরের বুকে। যার টানে আজও লাখ লাখ পর্যটক কলকাতায় ছুটে আসে বিশ্বের সব প্রান্ত থেকে।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার