গরমের ছুটি শেষ, আগামী সপ্তাহে খুলে যাচ্ছে স্কুল

- আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: গরমের ছুটি শেষ। আগামী ৫ জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক স্কুল। এছাড়া আগামী ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বর্ষার আগমনের মুখে রাজ্যে খুলতে চলেছে স্কুল।
গত ২ মে থেকে গরমের ছুটি পড়েছিল সরকারি স্কুলে। তবে তার আগেও তাপপ্রবাহের কারণ দেখিয়ে ১ সপ্তাহ স্কুল বন্ধ রেখেছিল রাজ্য সরকার। সরকারি ছুটির তালিকা অনুসারে ৪ জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই অনুসারেই ৫ জুন থেকে স্কুল খোলার ঘোষণা করল সরকার।
মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগাম গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে, তা পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। অনুমতি না নিয়ে স্কুল চত্বরের বাইরে যাওয়া যাবে না। টিফিন বিরতির সময় কী ভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে।
এপ্রিলে শেষ থেকেই রাজ্যজুড়ে প্রবল দাবদাহ শুরু হয়। গরমে নাজেহাল হয় রাজ্যবাসী। এসবের মধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, ২ মে থেকে স্কুলে গরমের ছুটি পড়বে। তবে সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলা নিয়ে কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল না। জানানো হয়েছিল যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।