০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক,  উদ্বিগ্ন পরিবার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার
  • / 123

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: এই শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে গেল শুক্রবার। এদিন  সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ  ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের এক যুবক। নাম সঞ্জীব মন্ডল(২২)।

জয়নগর থানার নারায়নীতলা পঞ্চায়েতের সরবেড়িয়ার বাসিন্দা সঞ্জীব মন্ডলের পরিবারের দাবি শুক্রবার দুপুরে দিন মজুরের কাজের জন্য কেরলের উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে যাবার জন্য শালিমারের উদ্দেশ্যে রওনা দেয় সে।তাঁর পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তার ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে কোনো কথা বলতে পারেননি।

আরও পড়ুন: ২০০২-এর তালিকায় নাম নেই, এসআইআর আতঙ্কে জয়নগরে মৃত্যু বৃদ্ধের

অবশেষে শনিবার জয়নগর ১ নং বিডিও ও জয়নগর থানা প্রশাসনের দ্বারস্থ হয়েছে সঞ্জীব মণ্ডলের পরিবার। সঞ্জীব মণ্ডলের কি পরিস্থিতিতে আছে সেই বিষয়ে চিন্তায় তার পরিবারের লোকজন।

আরও পড়ুন: জয়নগরে ভলিবল টুর্নামেন্ট

আর শনিবার সঞ্জীবের মা বৃথিকা বললেন, আমরা খুব গরীব। তাই কাজের সন্ধানে ভিন রাজ্যে ছেলে যাচ্ছিল। আর এখনো তাঁর কোনো খবর পাচ্ছি না। তাই খুব চিন্তা আছি। সে কেমন আছে। কে জানে। এদিকে জয়নগর থানা ও বিডিওর তরফে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন: breaking: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে দ্বিতীয়বার ওড়িশায় মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক,  উদ্বিগ্ন পরিবার

আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: এই শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে গেল শুক্রবার। এদিন  সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ  ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের এক যুবক। নাম সঞ্জীব মন্ডল(২২)।

জয়নগর থানার নারায়নীতলা পঞ্চায়েতের সরবেড়িয়ার বাসিন্দা সঞ্জীব মন্ডলের পরিবারের দাবি শুক্রবার দুপুরে দিন মজুরের কাজের জন্য কেরলের উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে যাবার জন্য শালিমারের উদ্দেশ্যে রওনা দেয় সে।তাঁর পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তার ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে কোনো কথা বলতে পারেননি।

আরও পড়ুন: ২০০২-এর তালিকায় নাম নেই, এসআইআর আতঙ্কে জয়নগরে মৃত্যু বৃদ্ধের

অবশেষে শনিবার জয়নগর ১ নং বিডিও ও জয়নগর থানা প্রশাসনের দ্বারস্থ হয়েছে সঞ্জীব মণ্ডলের পরিবার। সঞ্জীব মণ্ডলের কি পরিস্থিতিতে আছে সেই বিষয়ে চিন্তায় তার পরিবারের লোকজন।

আরও পড়ুন: জয়নগরে ভলিবল টুর্নামেন্ট

আর শনিবার সঞ্জীবের মা বৃথিকা বললেন, আমরা খুব গরীব। তাই কাজের সন্ধানে ভিন রাজ্যে ছেলে যাচ্ছিল। আর এখনো তাঁর কোনো খবর পাচ্ছি না। তাই খুব চিন্তা আছি। সে কেমন আছে। কে জানে। এদিকে জয়নগর থানা ও বিডিওর তরফে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন: breaking: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে দ্বিতীয়বার ওড়িশায় মমতা