১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৬ হাজার সার্জারি করা কার্ডিওলিজস্টের মৃত্যু হৃদরোগে

সামিমা এহসানা
  • আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার
  • / 7

পুবের কলম ওয়েব ডেস্ক: যে অসুখের কবল থেকে ১৬ হাজার মানুষকে বাঁচিয়েছিলেন, সেই অসুখেই  মৃত্যু হল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গৌরব গান্ধির।

গুজরাটের জামনগরের সুপরিচিত কার্ডিওলজিস্ট ছিলেন গৌরব। তাঁর হাত আর মেধার জাদুতে মাত্র ৪১ বছর বয়সে ১৬ হাজার রোগীর হার্টের অপারেশন করেছেন গৌরব। সোমবারও রোগী দেখা শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন প্রখ্যাত এই চিকিৎসক। প্রতিদিনের মত সকাল-সকাল ঘুম থেকে উঠে হাসপাতালে যাওয়ার কথা ছিল তাঁর। সকাল ৬ টা পেরিয়ে যাওয়ার পরও তিনি ঘুম থেকে উঠছেন না দেখে তাঁর বাড়ির লোক ডেকে দিতে গিয়ে দেখেন, কোনও সাড়া দিচ্ছেন না গৌরব।

তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কার্ডিওলজিস্ট ডা. গৌরব গান্ধির। এই ঘটনায় শোকের ছায়া তাঁর পরিবারে। শোকস্তব্ধ জামনগরের চিকিৎসকমহল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৬ হাজার সার্জারি করা কার্ডিওলিজস্টের মৃত্যু হৃদরোগে

আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: যে অসুখের কবল থেকে ১৬ হাজার মানুষকে বাঁচিয়েছিলেন, সেই অসুখেই  মৃত্যু হল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গৌরব গান্ধির।

গুজরাটের জামনগরের সুপরিচিত কার্ডিওলজিস্ট ছিলেন গৌরব। তাঁর হাত আর মেধার জাদুতে মাত্র ৪১ বছর বয়সে ১৬ হাজার রোগীর হার্টের অপারেশন করেছেন গৌরব। সোমবারও রোগী দেখা শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন প্রখ্যাত এই চিকিৎসক। প্রতিদিনের মত সকাল-সকাল ঘুম থেকে উঠে হাসপাতালে যাওয়ার কথা ছিল তাঁর। সকাল ৬ টা পেরিয়ে যাওয়ার পরও তিনি ঘুম থেকে উঠছেন না দেখে তাঁর বাড়ির লোক ডেকে দিতে গিয়ে দেখেন, কোনও সাড়া দিচ্ছেন না গৌরব।

তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কার্ডিওলজিস্ট ডা. গৌরব গান্ধির। এই ঘটনায় শোকের ছায়া তাঁর পরিবারে। শোকস্তব্ধ জামনগরের চিকিৎসকমহল।