১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

NCP- এর কার্যকরী সভাপতি পদে সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেল, ঘোষণা শরদ পাওয়ারের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার
  • / 57

পুবের কলম, ওয়েবডেস্ক:  বয়সজনিত কারণে  আগেই তিনি তিনি এনসিপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন শরদ পাওয়ার। কিন্তু তাঁর অনুগামীদের বর্ষীয়ান নেতা প্রতি শ্রদ্ধা, শরদ পাওয়ারকে তাঁর পদ থেকে সরে দাঁড়াতে দেয়নি। দলের নেতাদের ভালবাসার চাপে পিছু হটেন পাওয়ার। তবে এবার শরদ পাওয়ার কার্যকরী সভাপতির নাম ঘোষণা করলেন।

অর্থাৎ শরদ পাওয়ার খাতায় কলমে সভাপতি থেকে গেলেও, এবার থেকে দলের সিদ্ধান্ত নেবেন নয়া কার্যকরী সভাপতিরা।  এনসিপি-র কার্যকরী সভাপতি হিসেবে প্রফুল্ল প্যাটেল ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলের নাম ঘোষণা করলেন শরদ পাওয়ার। তাঁর ভাইপো অজিত পাওয়ারকে আপাতত কোনও পদ দিলেন না শরদ পাওয়ার।

আরও পড়ুন: Breaking: বিজেপিকে হারানোর অঙ্গীকার নিয়ে ফের বৈঠকে বসছে বিরোধীদলগুলি, দিনক্ষণ জানালেন শরদ পাওয়ার

এ দিন ছিল এনসিপি-র ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী৷ সেই উপলক্ষ্যে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেকাখেই সুপ্রিয়া ও প্রফুলের নাম ঘোষণা করেন পাওয়ার।  পাওয়ারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা সিনিয়র এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াহাদ৷ তিনি জানিয়েছেন, সুপ্রিয়া ও প্রফুল্লকে রাজনীতির পাঠ নিজে হাতে শিখিয়েছেন পাওয়ার৷ আর ওই দু’জন বরাবরই পাওয়ারের আস্থাভাজন৷

আরও পড়ুন: “রাজনীতি না করে “বাড়িতে গিয়ে রান্না করুন, সুপ্রিয়া সুলেকে আপত্তিকর মন্তব্য বিজেপি নেতার

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

NCP- এর কার্যকরী সভাপতি পদে সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেল, ঘোষণা শরদ পাওয়ারের

আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বয়সজনিত কারণে  আগেই তিনি তিনি এনসিপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন শরদ পাওয়ার। কিন্তু তাঁর অনুগামীদের বর্ষীয়ান নেতা প্রতি শ্রদ্ধা, শরদ পাওয়ারকে তাঁর পদ থেকে সরে দাঁড়াতে দেয়নি। দলের নেতাদের ভালবাসার চাপে পিছু হটেন পাওয়ার। তবে এবার শরদ পাওয়ার কার্যকরী সভাপতির নাম ঘোষণা করলেন।

অর্থাৎ শরদ পাওয়ার খাতায় কলমে সভাপতি থেকে গেলেও, এবার থেকে দলের সিদ্ধান্ত নেবেন নয়া কার্যকরী সভাপতিরা।  এনসিপি-র কার্যকরী সভাপতি হিসেবে প্রফুল্ল প্যাটেল ও তাঁর মেয়ে সুপ্রিয়া সুলের নাম ঘোষণা করলেন শরদ পাওয়ার। তাঁর ভাইপো অজিত পাওয়ারকে আপাতত কোনও পদ দিলেন না শরদ পাওয়ার।

আরও পড়ুন: Breaking: বিজেপিকে হারানোর অঙ্গীকার নিয়ে ফের বৈঠকে বসছে বিরোধীদলগুলি, দিনক্ষণ জানালেন শরদ পাওয়ার

এ দিন ছিল এনসিপি-র ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী৷ সেই উপলক্ষ্যে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেকাখেই সুপ্রিয়া ও প্রফুলের নাম ঘোষণা করেন পাওয়ার।  পাওয়ারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা সিনিয়র এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াহাদ৷ তিনি জানিয়েছেন, সুপ্রিয়া ও প্রফুল্লকে রাজনীতির পাঠ নিজে হাতে শিখিয়েছেন পাওয়ার৷ আর ওই দু’জন বরাবরই পাওয়ারের আস্থাভাজন৷

আরও পড়ুন: “রাজনীতি না করে “বাড়িতে গিয়ে রান্না করুন, সুপ্রিয়া সুলেকে আপত্তিকর মন্তব্য বিজেপি নেতার