১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহিত মহিলাকে লিভ-ইন-পার্টনারের সঙ্গে থাকার অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট

সামিমা এহসানা
  • আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার
  • / 5

পুবের কলম ওয়েব ডেস্ক: ১১ বছর আগে বিয়ে হয়েছিল উত্তরাখণ্ডের এক দম্পতির। কিন্তু গত বছর স্বামী, ১০ বছরের পুত্র ও ৬ বছরের কন্যাকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী। স্ত্রী কে ফিরিয়ে আনতে উত্তরাখণ্ড আদালতের দ্বারস্থ হন পেশায় জিম ট্রেনার স্বামী।

ওই মামলায় পলাতকা স্ত্রীকে তলব করা হলে সে জানায়, তাকে জোর করে আটকে রাখা হয়নি। স্বেচ্ছায় তিনি তার প্রেমিকের সঙ্গে গেছেন। কারণ তাঁর স্বামী দুর্বব্যবহার করতেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ওই যুবকের সঙ্গে। এই জন্যেই গতবছর ওই যুবকের সঙ্গে তিনি পালিয়ে যান। মহিলার বক্তব্য শোনার পর বিচারপতি পঙ্কজ পুরোহিত ও মনোজ তিওয়ারির বেঞ্চ তাঁকে নিজের প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি দেয়। আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে ওই মহিলার স্বামী জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন। তাঁর আইনজীবির মতে, এই রায় বিবাহের মত প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিবাহিত মহিলাকে লিভ-ইন-পার্টনারের সঙ্গে থাকার অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট

আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ১১ বছর আগে বিয়ে হয়েছিল উত্তরাখণ্ডের এক দম্পতির। কিন্তু গত বছর স্বামী, ১০ বছরের পুত্র ও ৬ বছরের কন্যাকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী। স্ত্রী কে ফিরিয়ে আনতে উত্তরাখণ্ড আদালতের দ্বারস্থ হন পেশায় জিম ট্রেনার স্বামী।

ওই মামলায় পলাতকা স্ত্রীকে তলব করা হলে সে জানায়, তাকে জোর করে আটকে রাখা হয়নি। স্বেচ্ছায় তিনি তার প্রেমিকের সঙ্গে গেছেন। কারণ তাঁর স্বামী দুর্বব্যবহার করতেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ওই যুবকের সঙ্গে। এই জন্যেই গতবছর ওই যুবকের সঙ্গে তিনি পালিয়ে যান। মহিলার বক্তব্য শোনার পর বিচারপতি পঙ্কজ পুরোহিত ও মনোজ তিওয়ারির বেঞ্চ তাঁকে নিজের প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি দেয়। আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে ওই মহিলার স্বামী জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন। তাঁর আইনজীবির মতে, এই রায় বিবাহের মত প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক হতে পারে।