বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি! অনুমোদন দিল আমেরিকা
ইমামা খাতুন
- আপডেট :
১ জুলাই ২০২৩, শনিবার
- / 30
পুবের কলম,ওয়েবডেস্ক: কল্পবিজ্ঞান নয় এবার বাস্তবে দেখতে পাবেন উড়ন্ত গাড়ি। অনুমতি দিল মার্কিন প্রশাসন। নিউইয়র্ক থেকে লস এঞ্জেলেস কিংবা ক্যালিফোর্নিয়া যানজট ছাড়িয়ে মাইলের পর মাইল পাড়ি জমাতে সক্ষম এই উড়ন্ত গাড়ি। ২০২০ সালে এই গাড়ি প্রথম বাজারে আনে অ্যালেফ অ্যারোনটিক্স। সেই গাড়িকে এদিন ছাড়পত্র দিল মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
ক্যালিফোর্নিয়ার ‘আলেফ অ্যারোনেটিক্স’ তৈরি করেছে একটি ইলেকট্রিক গাড়ি, যা বিমানের মতোই টেক অফ ও অবতরণে সক্ষম। যা রাস্তা গিয়ে গড়গড়িয়ে চলতে পারে। আবার চাইলেই তাকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে। একবার চার্জ দিলে এই গাড়ি ১৭৭ কিমি আকাশপথে ও ৩২২ কিমি সড়কপথে পাড়ি দিতে সক্ষম।
ফক্স নিউজ়ের রিপোর্ট অনুযায়ী, গাড়িটির দাম ৩,০০,০০০ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৪৪,১১,২৫০ টাকা।
জানুয়ারি মাসে সংস্থাটি জানিয়েছিল, কর্পোরেট কনজ়িউমার থেকে শুরু করে ব্যক্তিরাও সবপক্ষ থেকে এর মধ্যেই ৪৪০টি উড়ন্ত গাড়ির অর্ডার এসেছে তাদের কাছে।
একিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের শেষ থেকেই সংস্থাটি নিজেদের ফ্লায়িং কারের ডেলিভারি করবে বলে জানা গিয়েছে।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে উড়ন্ত গাড়িটি শহুরে এবং গ্রামীণ রাস্তাতেও চলতে পারবে। সাধারণত বাড়িতে যে ধরনের গ্যারাজ থাকে এবং রাস্তাঘাটের রেগুলার পার্কিং স্পেসে গাড়িটি পার্ক করা যাবে। খুবই কম গতিতে পথে দৌড়তে পারবে গাড়িটি, ঘণ্টায় ২৫ মাইলের বেশি হবে না এর গতিবেগ। আলেফ তাদের ওয়েবসাইটে লিখছে, “একজন চালককে যদি দ্রুত গন্তব্যে পৌঁছতে হয়, তাহলে আলেফের ফ্লাইট ক্ষমতা ব্যবহার করে উড়ে যেতে পারবেন।”