১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৯৯৯ টাকায় জিও-র ফোন

সামিমা এহসানা
- আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্ক: দেশে প্রথমবার সবথেকে সস্তার স্মার্ট ফোন এনেছিল মুকেশ আম্বানির জিও। সোমবার নতুন করে আবার ৯৯৯ টাকায় ইন্টারনেটের সুবিধাযুক্ত ফোন লঞ্চ করল রিলায়েন্স জিও।
গ্রাহকরা ওই ফোনে ১২৩ টাকার বিনিময়ে আনলিমিটেড কল সহ এক মাসে ১৪ জিবি ডেটার সুবিধা পাবে। ৫ জি চালু হওয়ার পরও দেশে এখনও ২৫ কোটি মানুষ ২ জি ফোন ব্যবহার করেন। রিলায়েন্স জিও-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘২ জি মুক্ত ভারত’ গড়তেই বাজারে এই ফোন আনা হয়েছে।
Tag :
Jio phone at 999 rupees