breaking: ফলকনুমা এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা

- আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: হাওড়া সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেসের আগুন। তিনটি কোচে আগুন। দাউ দাউ করে জ্বলছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক। সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার মুখেই আগুন লাগে বলে জানা গিয়েছে। যান্ত্রিক ক্রটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গিয়েছেন।
যাত্রীরাই প্ল্যাটফর্মে নামার প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে। ফলে হতা-হতের ঘটনা ঘটেনি। যাত্রীরা সজাগ ছিলেন। আচমকাই এসি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদেরই মধ্যে একজন চেন টানেন। ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নামেন। রেলকর্মীরা জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। আগুন লাগার কারণ হিসাবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলোযোগের কারণেই আগুন লেগেছে।