১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উজান ও নিম্ন অসমে অব্যাহত বন্যার তাণ্ডব

পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বর্ষা মরশুমে অসমে দ্বিতীয় পর্যায়ের বন্যার তাণ্ডব শুরু হয়েছে। উজান ও নিম্ন অসমে একের পর এক গ্রাম জলমগ্ন হয়ে পড়ছে। ডিব্রুগড়ের আমলাপট্টির মোহনাঘাটে ব্রহ্মপুত্রের প্লাবনে ডুবে গেছে শতাধিক বাড়িঘর। ধলায় জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন শতাধিক লোক জলবন্দি হয়ে পড়েছেন  ধুবড়িতে। গোলাঘাট জেলারও ৩৪টি গ্রামের ১৯ হাজারের বেশি মানুষ বন্যার কবলে।ডিব্রুগড়ের মোহনাঘাটে ব্রহ্মপুত্রের বন্যায় যাদের ঘর-বাড়ি জলমগ্ন তারা তীব্র খাদ্যাভাবে ধুঁকছে। সরকারি ত্রাণ সেখানে পৌঁছায়নি। ঘরের মধ্যে বাঁশের মাচা করে দিন কাটাচ্ছেন তাঁরা। এক সপ্তাহ ধরে তারা এভাবেই দিন-রাত কাটাচ্ছেন। তিন সুকিয়া জেলার কোকলোনারি গ্রামের এক যুবক কলাগাছের ভেলা থেকে জলে পড়ে নিখোঁজ হয়েছেন। পাপু ওরাং নামে ২৬ বছরের ওই তরুণ ধানের বস্তা নিয়ে চাল কলে যাচ্ছিল।অন্যদিকে, প্রতিবেশী রাষ্ট্র ভুটান তাদের কুরিশ্বু বাঁধের জল ছেড়ে দেওয়ার ফলে অসমের নিম্নাঞ্চলে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। একইসঙ্গে ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলর জলস্তরও বেড়ে গেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উজান ও নিম্ন অসমে অব্যাহত বন্যার তাণ্ডব

আপডেট : ১৭ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বর্ষা মরশুমে অসমে দ্বিতীয় পর্যায়ের বন্যার তাণ্ডব শুরু হয়েছে। উজান ও নিম্ন অসমে একের পর এক গ্রাম জলমগ্ন হয়ে পড়ছে। ডিব্রুগড়ের আমলাপট্টির মোহনাঘাটে ব্রহ্মপুত্রের প্লাবনে ডুবে গেছে শতাধিক বাড়িঘর। ধলায় জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন শতাধিক লোক জলবন্দি হয়ে পড়েছেন  ধুবড়িতে। গোলাঘাট জেলারও ৩৪টি গ্রামের ১৯ হাজারের বেশি মানুষ বন্যার কবলে।ডিব্রুগড়ের মোহনাঘাটে ব্রহ্মপুত্রের বন্যায় যাদের ঘর-বাড়ি জলমগ্ন তারা তীব্র খাদ্যাভাবে ধুঁকছে। সরকারি ত্রাণ সেখানে পৌঁছায়নি। ঘরের মধ্যে বাঁশের মাচা করে দিন কাটাচ্ছেন তাঁরা। এক সপ্তাহ ধরে তারা এভাবেই দিন-রাত কাটাচ্ছেন। তিন সুকিয়া জেলার কোকলোনারি গ্রামের এক যুবক কলাগাছের ভেলা থেকে জলে পড়ে নিখোঁজ হয়েছেন। পাপু ওরাং নামে ২৬ বছরের ওই তরুণ ধানের বস্তা নিয়ে চাল কলে যাচ্ছিল।অন্যদিকে, প্রতিবেশী রাষ্ট্র ভুটান তাদের কুরিশ্বু বাঁধের জল ছেড়ে দেওয়ার ফলে অসমের নিম্নাঞ্চলে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। একইসঙ্গে ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলর জলস্তরও বেড়ে গেছে।