২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নদী পথে একুশের সভায় রওনা সুন্দরবনের তৃণমূল  কর্মী ও সমর্থকদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 25

ইনামুল হক, বসিরহাট: একদিকে পঞ্চায়েত নির্বাচনের জয়ের উচ্ছ্বাস অন্যদিকে একুশের শহীদ স্মরণে দলে দলে তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্য রওনা দিচ্ছেন।  সেই ছবি দেখা গেল বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন প্রান্তে।

তৃণমূল নেতা নিশিকান্ত জোয়ারদারের নেতৃত্বে কয়েক’শ নেতা, কর্মী ও সমর্থকরা তৃণমূলের দলীয় পতাকা নিয়ে একুশে জুলাইয়ের ২৪ ঘন্টা আগে রওনা দিলেন। তারা বলেন, “এবার পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের। সেই শহীদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি দিতে বৃহস্পতিবার সকাল সকাল রওনা দিলাম” অন্যদিকে ছোট কলাগাছি, বেতনী ও রায়মঙ্গল সহ সুন্দরবনের নদী পথে তৃণমূল নেতা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ধামাখালি, ন্যাজাট বা হাসনাবাদ পর্যন্ত নৌকা বা লঞ্চে  এসে সেখান থেকে বাস বা ট্রেনে করেই শিয়ালদহ পৌঁছে ধর্ম তলার উদ্দেশ্যে মিছিলে যোগ দেবে তারা।

আরও পড়ুন: সুন্দরবনের নদী উপকূলবর্তী ২০০টি নদী বাঁধ সংস্কারের উদ্যোগ নিল সেচ দফতর

নদী পথে একুশের সভায় রওনা সুন্দরবনের তৃণমূল  কর্মী ও সমর্থকদের

আরও পড়ুন: মুখোমুখি ধাক্কা,হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশী জাহাজ

সব মিলিয়ে শুক্রবার একুশে জুলাই যে আবেগ অনুভূতি রয়েছে তৃণমূল নেতা কর্মীর সমর্থকদের মধ্যে তারই প্রতিচ্ছবি দেখা গেল সুন্দরবনে। অন্যদিকে বসিরহাটের বিভিন্ন ব্লক থেকে স্থলপথে মিছিল করে দলে দলে ট্রেনে ও বাসে উঠে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবমিলিয়ে একুশে জুলাইয়ের আগের দিন ধর্মতলার দিকে যেতে শুরু করেছেন পাহাড় থেকে সমতল জঙ্গলমহল থেকে সুন্দরবনের তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা। নবজোট ‘ইন্ডিয়া’কে জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী কর্মসূচি বা বার্তার দিকে তাকিয়ে গোটা বাংলা।

আরও পড়ুন: যাত্রী  সহ ধান বোঝাই নৌকাডুবি রায়দীঘির মনি নদীতে, হতাহতের খবর নেই

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নদী পথে একুশের সভায় রওনা সুন্দরবনের তৃণমূল  কর্মী ও সমর্থকদের

আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

ইনামুল হক, বসিরহাট: একদিকে পঞ্চায়েত নির্বাচনের জয়ের উচ্ছ্বাস অন্যদিকে একুশের শহীদ স্মরণে দলে দলে তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্য রওনা দিচ্ছেন।  সেই ছবি দেখা গেল বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন প্রান্তে।

তৃণমূল নেতা নিশিকান্ত জোয়ারদারের নেতৃত্বে কয়েক’শ নেতা, কর্মী ও সমর্থকরা তৃণমূলের দলীয় পতাকা নিয়ে একুশে জুলাইয়ের ২৪ ঘন্টা আগে রওনা দিলেন। তারা বলেন, “এবার পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের। সেই শহীদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি দিতে বৃহস্পতিবার সকাল সকাল রওনা দিলাম” অন্যদিকে ছোট কলাগাছি, বেতনী ও রায়মঙ্গল সহ সুন্দরবনের নদী পথে তৃণমূল নেতা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ধামাখালি, ন্যাজাট বা হাসনাবাদ পর্যন্ত নৌকা বা লঞ্চে  এসে সেখান থেকে বাস বা ট্রেনে করেই শিয়ালদহ পৌঁছে ধর্ম তলার উদ্দেশ্যে মিছিলে যোগ দেবে তারা।

আরও পড়ুন: সুন্দরবনের নদী উপকূলবর্তী ২০০টি নদী বাঁধ সংস্কারের উদ্যোগ নিল সেচ দফতর

নদী পথে একুশের সভায় রওনা সুন্দরবনের তৃণমূল  কর্মী ও সমর্থকদের

আরও পড়ুন: মুখোমুখি ধাক্কা,হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশী জাহাজ

সব মিলিয়ে শুক্রবার একুশে জুলাই যে আবেগ অনুভূতি রয়েছে তৃণমূল নেতা কর্মীর সমর্থকদের মধ্যে তারই প্রতিচ্ছবি দেখা গেল সুন্দরবনে। অন্যদিকে বসিরহাটের বিভিন্ন ব্লক থেকে স্থলপথে মিছিল করে দলে দলে ট্রেনে ও বাসে উঠে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবমিলিয়ে একুশে জুলাইয়ের আগের দিন ধর্মতলার দিকে যেতে শুরু করেছেন পাহাড় থেকে সমতল জঙ্গলমহল থেকে সুন্দরবনের তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা। নবজোট ‘ইন্ডিয়া’কে জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী কর্মসূচি বা বার্তার দিকে তাকিয়ে গোটা বাংলা।

আরও পড়ুন: যাত্রী  সহ ধান বোঝাই নৌকাডুবি রায়দীঘির মনি নদীতে, হতাহতের খবর নেই