২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২১-এর আবেগকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমোর বাড়ি দেখতে ভিড় কালীঘাটে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 21

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২১-এর আবেগকে সঙ্গে নিয়ে কাতারে কাতারে ধর্মতলা মুখী মানুষ। রাজ্যজুড়ে সর্বত্রই মা-মাটি-মানুষের স্লোগান। প্রিয় নেত্রীকে একবার দেখার অপেক্ষায় বহু- দূরান্ত থেকে আজ মানুষ কলকাতার রাজপথে। ২০২৪-এর ভোটকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেয় সেইদিকেই তাকিয়ে রাজ্যবাসী। এদিকে বহু মানুষই একবার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূলনেত্রীর বাড়ি দেখার জন্য কালীঘাটে ভিড় জমিয়েছেন। দিদি টালির বাড়ি, সেই আবেগ নিয়ে দাঁড়িয়ে আছেন তারা। উৎসুক মানুষের কথায় দিদির বাড়ি দেখেছি। দিদি টালির বাড়ি দেখার ইচ্ছে ছিল। তাই একবার দেখে গেলাম।

পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এবছর বিপুল জন সমাবেশ প্রত্যাশা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শহর জুড়ে তার প্রস্তুতি চোখে পড়ছে গত দু দিন ধরেই। দূরের জেলা থেকে কর্মী সমর্থকেরা আগেই পৌঁছে গিয়েছেন শহরে। গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কের মতো একাধিক জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পুলিশি ঘেরাটোপে কলকাতা।  দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, মহাত্মাগান্ধী রোড, চাঁদনিচক, এসপ্লানেড, পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, যতীনদাস পার্ক, কালীঘাট, মহানায়ক উত্তমকুমার, কবি সুভাষ স্টেশন, সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক স্টেশনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। মোট ১২০ অফিসার ও কর্মী ওই ১৩টি মেট্রো স্টেশনে থাকবে। যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। বিভিন্ন স্টেশনে ক্যুইক রেসপন্স টিম থাকছে।

আরও পড়ুন: কালীঘাট স্পোর্টস‌‌‌ লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি উন্মোচন

 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০২৪ সালেই চালু হবে কালীঘাটের ‘স্কাই ওয়াক’

 

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার সাক্ষী হতে টিকিট কাউন্টারে উপছে পড়ছে ভিড়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১-এর আবেগকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমোর বাড়ি দেখতে ভিড় কালীঘাটে

আপডেট : ২১ জুলাই ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২১-এর আবেগকে সঙ্গে নিয়ে কাতারে কাতারে ধর্মতলা মুখী মানুষ। রাজ্যজুড়ে সর্বত্রই মা-মাটি-মানুষের স্লোগান। প্রিয় নেত্রীকে একবার দেখার অপেক্ষায় বহু- দূরান্ত থেকে আজ মানুষ কলকাতার রাজপথে। ২০২৪-এর ভোটকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেয় সেইদিকেই তাকিয়ে রাজ্যবাসী। এদিকে বহু মানুষই একবার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূলনেত্রীর বাড়ি দেখার জন্য কালীঘাটে ভিড় জমিয়েছেন। দিদি টালির বাড়ি, সেই আবেগ নিয়ে দাঁড়িয়ে আছেন তারা। উৎসুক মানুষের কথায় দিদির বাড়ি দেখেছি। দিদি টালির বাড়ি দেখার ইচ্ছে ছিল। তাই একবার দেখে গেলাম।

পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এবছর বিপুল জন সমাবেশ প্রত্যাশা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শহর জুড়ে তার প্রস্তুতি চোখে পড়ছে গত দু দিন ধরেই। দূরের জেলা থেকে কর্মী সমর্থকেরা আগেই পৌঁছে গিয়েছেন শহরে। গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কের মতো একাধিক জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পুলিশি ঘেরাটোপে কলকাতা।  দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, মহাত্মাগান্ধী রোড, চাঁদনিচক, এসপ্লানেড, পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, যতীনদাস পার্ক, কালীঘাট, মহানায়ক উত্তমকুমার, কবি সুভাষ স্টেশন, সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক স্টেশনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। মোট ১২০ অফিসার ও কর্মী ওই ১৩টি মেট্রো স্টেশনে থাকবে। যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। বিভিন্ন স্টেশনে ক্যুইক রেসপন্স টিম থাকছে।

আরও পড়ুন: কালীঘাট স্পোর্টস‌‌‌ লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি উন্মোচন

 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০২৪ সালেই চালু হবে কালীঘাটের ‘স্কাই ওয়াক’

 

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার সাক্ষী হতে টিকিট কাউন্টারে উপছে পড়ছে ভিড়