১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনার পরে ব্রোঞ্জ, একই অলিম্পিক থেকে দুটি পদকে অনন্য নজির অবনীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন রাজস্থানের অবনী লেখারা। প্যারালিম্পিক আসরে নজির গড়েছিলেন তিনি। সেই অবনী এবার আরও একটি পদক তুলে আনলেন প্যারালিম্পিকের আসর থেকে। ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন অবনী। একটি অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে দুটি পদক জয়ের নজির আজ পর্যন্ত কোন ভারতীয়  অলিম্পিয়ানের নেই। সে দিক থেকে দেখতে গেলে অলিম্পিকের আসরে এক অনন্য নজির সৃষ্টি করলেন অবনী লেখারা। তিনি পয়েন্ট করেছেন ৪৪৫.৯ । এই ইভেন্টে সোনা পেয়েছেন চিনের প্রতিযোগী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনার পরে ব্রোঞ্জ, একই অলিম্পিক থেকে দুটি পদকে অনন্য নজির অবনীর

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন রাজস্থানের অবনী লেখারা। প্যারালিম্পিক আসরে নজির গড়েছিলেন তিনি। সেই অবনী এবার আরও একটি পদক তুলে আনলেন প্যারালিম্পিকের আসর থেকে। ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন অবনী। একটি অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে দুটি পদক জয়ের নজির আজ পর্যন্ত কোন ভারতীয়  অলিম্পিয়ানের নেই। সে দিক থেকে দেখতে গেলে অলিম্পিকের আসরে এক অনন্য নজির সৃষ্টি করলেন অবনী লেখারা। তিনি পয়েন্ট করেছেন ৪৪৫.৯ । এই ইভেন্টে সোনা পেয়েছেন চিনের প্রতিযোগী।