৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশের ডাক্তারির সিলেবাসে এবার হেডগেওয়ার, দীনদয়াল উপাধ্যায়

ভোপাল: মধ্যপ্রদেশের এমবিবিএস পড়ুয়াদের প্রথম বছরের ফাউন্ডেশন কোর্সের অংশ হিসেবে আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ার, ভারতীয় জনসংঘ নেতা দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ এবং বি আর আম্বেদকর সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিকতা ও নৈতিকতা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এমন কোর্স চালু করা হচ্ছে বলে জানা গেছে। হেডগেওয়ার, উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ সংঘের হিন্দুত্ববাদী প্রচারণার অংশ৷ সংঘ পরিবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আদর্শিক পরামর্শদাতা৷ মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রী বিশ্বাস সারেং বলেন, এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরাও আয়ুর্বেদের বিশেষজ্ঞ মহর্ষি চরক এবং ভারতে অস্ত্রোপচারের জনক হিসেবে পরিচিত সুশ্রুত সম্পর্কে জানতে পারবে৷ এছাড়া ওই সমস্ত মহান ব্যক্তিত্বদের পাঠ পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ, নীতি, সামাজিকতা ও নৈতিকতা সঞ্চারিত করবে৷ এমবিবিএস শিক্ষার্থীদের জন্য পরবর্তী অ্যাকাডেমিক সেশন এই বছরের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (এনএমসি) বলেছে যে নৈতিক মূল্যবোধগুলি প্রথম বছরে (এমবিবিএস) ফাউন্ডেশন কোর্সের অংশ হওয়া উচিত। মন্ত্রী বলেন, রাজ্যগুলিই ফাউন্ডেশন কোর্সের বিষয়বস্তু চূড়ান্ত করে। তাই আমরা এগুলি বেছে নিয়েছি৷
কেশব বলিরাম হেডগেওয়ার হিন্দুত্বের আদর্শের উপর ভিত্তি করে ১৯২৫ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। দীনদয়াল উপাধ্যায় ছিলেন বিজেপির অগ্রবর্তী ভারতীয় জনসংঘের অন্যতম বিশিষ্ট নেতা। শিক্ষা মন্ত্রী বলেন, আরএসএসের প্রথম প্রধান হেডগেওয়ারজি, উপাধ্যায়জি, বিবেকানন্দজি এবং বি আর আম্বেদকরজি ছিলেন মহান স্বপ্নদ্রষ্টা এবং মহামানব।তিনি আরও বলেন, হেডগেওয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন৷ দীনদয়ালজির অন্ত্যোদয়ের (দরিদ্রতম)চিন্তা মানুষকে সাহায্য করার জন্য অনুকরণীয়। ভারতীয় বিবেক বিশ্বে তুলে ধরার জন্য স্বামী বিবেকানন্দজি বহু দূর দেশ ভ্রমণ করেছিলেন। বি আর আম্বেদকর একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন৷ তিনি আমাদের সংবিধান প্রণয়নে সাহায্য করেছিলেন।
আমরা আগামী শিক্ষাবর্ষ (২০২১) থেকে এই মহান ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক জীবন সম্পর্কে এমবিবিএস শিক্ষার্থীদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশের ডাক্তারির সিলেবাসে এবার হেডগেওয়ার, দীনদয়াল উপাধ্যায়

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার

ভোপাল: মধ্যপ্রদেশের এমবিবিএস পড়ুয়াদের প্রথম বছরের ফাউন্ডেশন কোর্সের অংশ হিসেবে আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ার, ভারতীয় জনসংঘ নেতা দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ এবং বি আর আম্বেদকর সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিকতা ও নৈতিকতা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এমন কোর্স চালু করা হচ্ছে বলে জানা গেছে। হেডগেওয়ার, উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ সংঘের হিন্দুত্ববাদী প্রচারণার অংশ৷ সংঘ পরিবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আদর্শিক পরামর্শদাতা৷ মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রী বিশ্বাস সারেং বলেন, এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরাও আয়ুর্বেদের বিশেষজ্ঞ মহর্ষি চরক এবং ভারতে অস্ত্রোপচারের জনক হিসেবে পরিচিত সুশ্রুত সম্পর্কে জানতে পারবে৷ এছাড়া ওই সমস্ত মহান ব্যক্তিত্বদের পাঠ পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ, নীতি, সামাজিকতা ও নৈতিকতা সঞ্চারিত করবে৷ এমবিবিএস শিক্ষার্থীদের জন্য পরবর্তী অ্যাকাডেমিক সেশন এই বছরের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (এনএমসি) বলেছে যে নৈতিক মূল্যবোধগুলি প্রথম বছরে (এমবিবিএস) ফাউন্ডেশন কোর্সের অংশ হওয়া উচিত। মন্ত্রী বলেন, রাজ্যগুলিই ফাউন্ডেশন কোর্সের বিষয়বস্তু চূড়ান্ত করে। তাই আমরা এগুলি বেছে নিয়েছি৷
কেশব বলিরাম হেডগেওয়ার হিন্দুত্বের আদর্শের উপর ভিত্তি করে ১৯২৫ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। দীনদয়াল উপাধ্যায় ছিলেন বিজেপির অগ্রবর্তী ভারতীয় জনসংঘের অন্যতম বিশিষ্ট নেতা। শিক্ষা মন্ত্রী বলেন, আরএসএসের প্রথম প্রধান হেডগেওয়ারজি, উপাধ্যায়জি, বিবেকানন্দজি এবং বি আর আম্বেদকরজি ছিলেন মহান স্বপ্নদ্রষ্টা এবং মহামানব।তিনি আরও বলেন, হেডগেওয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন৷ দীনদয়ালজির অন্ত্যোদয়ের (দরিদ্রতম)চিন্তা মানুষকে সাহায্য করার জন্য অনুকরণীয়। ভারতীয় বিবেক বিশ্বে তুলে ধরার জন্য স্বামী বিবেকানন্দজি বহু দূর দেশ ভ্রমণ করেছিলেন। বি আর আম্বেদকর একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন৷ তিনি আমাদের সংবিধান প্রণয়নে সাহায্য করেছিলেন।
আমরা আগামী শিক্ষাবর্ষ (২০২১) থেকে এই মহান ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক জীবন সম্পর্কে এমবিবিএস শিক্ষার্থীদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।