২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নজিরবিহীন সাফল্য ইসরায়েলে, অস্ত্রোপচারে আলাদা করা হল যমজ শিশুর মাথা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্কঃ চিকিৎসা বিজ্ঞানে নজিরবিহীন সাফল্য ইসরায়েলে। যমজ দুই শিশুর মাথা অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হল। দুজনেই সুস্থ আছে। হাসপাতাল সূত্রে খবর, এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দুই যমজ সন্তানের মাথা আলাদা করা হয়েছে। শিশুদুটির বয়স এক বছর। ১২ জন চিকিৎসক মিলে ১২ ঘন্টা ধরে অস্ত্রোপচার করেন।

ইসরায়েলের বীরশেবা শহরের সোরাকা মেডিক্যাল সেন্টারে গত ১২ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে যমজ বাচ্চা দুটির জোড়া মাথা আলাদা করা হয়। ঝুঁকিপূর্ণ এ কাজে অংশ নেওয়ার আগে কয়েক মাস ধরে বৈঠক করেন চিকিৎসকেরা। দেশি-বিদেশি প্রায় ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মিলে অস্ত্রোপচার করেন।

দুটি শিশুকন্যাই সম্পূর্ণ সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে তাদের এখনও নামকরণ হয়নি।

সোরোকা মেডিকেল সেন্টারের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এলদাদ সিলবারস্টাইন ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভকে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, তারা নিঃশ্বাস নিতে পারছে এবং নিজে নিজে খেতে পারছে। এই প্রথম তারা দুজন দুজনকে দেখতে পাচ্ছে। অস্ত্রোপচারের পর দুজনেই ভালো আছে, দেখে আমরাও নিশ্চিন্ত।

গোটাবিশ্বে এধরনের ২০টি অস্ত্রোপচার হয়েছে। ইসরায়েলে এবারই প্রথম। এক মাস আগে থেকেই অপারেশন সফলভাবে সম্পন্ন করার প্রস্তুত নেওয়া হয়েছিল।

সোরোকার প্রধান নিউরোসার্জন মিকি গিডিয়ন বলেন,  প্রস্তুতির মধ্যে যমজ বাচ্চাগুলোর থ্রি ডি ভার্চুয়াল মডেলও কাজে লাগানো হয়। তিনি আরও বলেন, আমরা আনন্দিত যে, আমরা যা প্রত্যাশা করেছিলাম তার পুরোটাই সফল হয়েছি।

২০২০ সালের আগস্টে জন্ম নেওয়া যমজ কন্যারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলেও আশা ব্যক্ত করেছেন চিকিৎসকেরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নজিরবিহীন সাফল্য ইসরায়েলে, অস্ত্রোপচারে আলাদা করা হল যমজ শিশুর মাথা

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ চিকিৎসা বিজ্ঞানে নজিরবিহীন সাফল্য ইসরায়েলে। যমজ দুই শিশুর মাথা অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হল। দুজনেই সুস্থ আছে। হাসপাতাল সূত্রে খবর, এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দুই যমজ সন্তানের মাথা আলাদা করা হয়েছে। শিশুদুটির বয়স এক বছর। ১২ জন চিকিৎসক মিলে ১২ ঘন্টা ধরে অস্ত্রোপচার করেন।

ইসরায়েলের বীরশেবা শহরের সোরাকা মেডিক্যাল সেন্টারে গত ১২ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে যমজ বাচ্চা দুটির জোড়া মাথা আলাদা করা হয়। ঝুঁকিপূর্ণ এ কাজে অংশ নেওয়ার আগে কয়েক মাস ধরে বৈঠক করেন চিকিৎসকেরা। দেশি-বিদেশি প্রায় ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মিলে অস্ত্রোপচার করেন।

দুটি শিশুকন্যাই সম্পূর্ণ সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে তাদের এখনও নামকরণ হয়নি।

সোরোকা মেডিকেল সেন্টারের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এলদাদ সিলবারস্টাইন ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভকে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, তারা নিঃশ্বাস নিতে পারছে এবং নিজে নিজে খেতে পারছে। এই প্রথম তারা দুজন দুজনকে দেখতে পাচ্ছে। অস্ত্রোপচারের পর দুজনেই ভালো আছে, দেখে আমরাও নিশ্চিন্ত।

গোটাবিশ্বে এধরনের ২০টি অস্ত্রোপচার হয়েছে। ইসরায়েলে এবারই প্রথম। এক মাস আগে থেকেই অপারেশন সফলভাবে সম্পন্ন করার প্রস্তুত নেওয়া হয়েছিল।

সোরোকার প্রধান নিউরোসার্জন মিকি গিডিয়ন বলেন,  প্রস্তুতির মধ্যে যমজ বাচ্চাগুলোর থ্রি ডি ভার্চুয়াল মডেলও কাজে লাগানো হয়। তিনি আরও বলেন, আমরা আনন্দিত যে, আমরা যা প্রত্যাশা করেছিলাম তার পুরোটাই সফল হয়েছি।

২০২০ সালের আগস্টে জন্ম নেওয়া যমজ কন্যারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলেও আশা ব্যক্ত করেছেন চিকিৎসকেরা।