পুবের কলম ওয়েবডেস্কঃ পাঞ্জশিরও অবশেষে নিজেদের নিয়ন্ত্রণে এনেছে তালিবানরা।গত ১৫ অগাস্ট কাবুল দখলের তিন সপ্তাহের মধ্যে গোটা দেশের দখল নিল তালিবানরা।
তাদের এবারের লক্ষ্য একটি অন্তর্বর্তী সরকার সরকার গঠন। সোমবার তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।তিনি আরও বলেছেন, ” এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে যুদ্ধ থেকে পুরোপুরি বের করে আনা হয়েছে।” জাবিউল্লাহ আরও বলেছেন আগে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে পরিমার্জন, সংস্কারের ভাবনা তার পর। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন জাবিউল্লাহ ।
সোমবার তালিবান মুখপাত্র দাবি করেছেন, তাদের আক্রমণের মুখে আমরুল্লাহ সালেহ পালিয়ে গিয়ে তাজাকিস্তানে আশ্রয় নিয়েছেন। এর একদিন আগে এনআরএফ নেতা আহমেদ মাসুদ বলেছেন, তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুত। অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি কাবুলের নতুন শাসকরা























