৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাঠ রাজার নামে নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে আলিগড় যাবেন মোদি

  • সুস্মিতা
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 29

লখনউ: আলিগড় জেলায় ১৪ সেপ্টেম্বর রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় দুই বছর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিশ্ববিদ্যালয় নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। আলিগড় জেলার কোল তেহসিলের লোধা গ্রামে ৯২.২৭ একর জমির উপর নির্মিত হবে এই বিশ্ববিদ্যালয়। জেলা আধিকারিকরা জানিয়েছেন যে, জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রথম ভাগে এই প্রকল্পের খরচ হতে পারে ১০১ কোটি টাকা যার মধ্যে ১০ কোটি টাকা মার্চ মাসে দেওয়া হয়েছে। প্রথমে প্রশাসনিক ব্লক, গ্রন্থাগার, সাধারণ সুবিধা, হোস্টেল ও আবাসন তৈরি করা হবে। ২০২৩ সালের মধ্যে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। সূত্রের খবর, আদিত্যনাথ ও অন্যান্য আঞ্চলিক নেতারা পরের সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সরকারের মুখপাত্রের বয়ান অনুযায়ী, মোদির সফরের তদারকি খতিয়ে দেখতে বুধবার আলিগড়ে আসবেন যোগী আদিত্যনাথ।
এক জাঠ রাজা যিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন ১৯২৯ সালে তাঁর নামে নামকরণ করে এই নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে কারণ, পরের বছর শুরুর দিকে এই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। একজন জাঠ আইকনকে সম্মান জানানোর উদ্দেশ্য হল, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সঙ্গে যোগ দিয়েছেন জাঠ সম্প্রদায়ের একটা বড় অংশ। তারা বিজেপির উপর খাপ্পা। কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহেন্দ্র প্রতাপ সিং-এর জন্য ‘ভারতরত্ন’ খেতাব দাবি করেছেন।
২০১৯ সালের নভেম্বরে রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয় নির্মাণ করার কথা ঘোষণার সময় আদিত্যনাথ দাবি করেছিলেন যে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি জমি দান করলেও এই বিশ্ববিদ্যালয় তাঁর অবদানের কথা স্বীকার করে না। গত কয়েক বছরে জাট রাজার স্বীকৃতির জন্য লড়াই করেছে বিজেপি এবং এএমইউয়ের নাম তাঁর নামে রাখার দাবিও রেখেছিল। কয়েকজন বিজেপি নেতা এও দাবি করেন যে, এএমইউয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের জন্মবার্ষিকী যেভাবে পালিত হয় সেভাবে সিং-এর জন্মদিনও পালিত হোক।
আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, আলিগড় জেলার থাকা ৩৯৫টি কলেজকে রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হবে। সাধারণ কোর্সের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ‘আধ্যাত্মিক বিজ্ঞান’ ও যোগ। যাইহোক, ১৮৮৬ সালে হাথরসের মুরসান এস্টেটে জন্মগ্রহণ করেন মহেন্দ্র প্রতাপ সিং। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বলা হয় যে, ১৯১৫ সালে আজাদ হিন্দ বাহিনী আফগানিস্তানে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছিল সেখানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ভূমি দান করা ছাড়াও তিনি বৃন্দাবনে আর্য সমাজ গুরুকুলের জন্যও জমি দান করেছিলেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাঠ রাজার নামে নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে আলিগড় যাবেন মোদি

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

লখনউ: আলিগড় জেলায় ১৪ সেপ্টেম্বর রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় দুই বছর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিশ্ববিদ্যালয় নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। আলিগড় জেলার কোল তেহসিলের লোধা গ্রামে ৯২.২৭ একর জমির উপর নির্মিত হবে এই বিশ্ববিদ্যালয়। জেলা আধিকারিকরা জানিয়েছেন যে, জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রথম ভাগে এই প্রকল্পের খরচ হতে পারে ১০১ কোটি টাকা যার মধ্যে ১০ কোটি টাকা মার্চ মাসে দেওয়া হয়েছে। প্রথমে প্রশাসনিক ব্লক, গ্রন্থাগার, সাধারণ সুবিধা, হোস্টেল ও আবাসন তৈরি করা হবে। ২০২৩ সালের মধ্যে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। সূত্রের খবর, আদিত্যনাথ ও অন্যান্য আঞ্চলিক নেতারা পরের সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সরকারের মুখপাত্রের বয়ান অনুযায়ী, মোদির সফরের তদারকি খতিয়ে দেখতে বুধবার আলিগড়ে আসবেন যোগী আদিত্যনাথ।
এক জাঠ রাজা যিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন ১৯২৯ সালে তাঁর নামে নামকরণ করে এই নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে কারণ, পরের বছর শুরুর দিকে এই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। একজন জাঠ আইকনকে সম্মান জানানোর উদ্দেশ্য হল, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সঙ্গে যোগ দিয়েছেন জাঠ সম্প্রদায়ের একটা বড় অংশ। তারা বিজেপির উপর খাপ্পা। কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহেন্দ্র প্রতাপ সিং-এর জন্য ‘ভারতরত্ন’ খেতাব দাবি করেছেন।
২০১৯ সালের নভেম্বরে রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয় নির্মাণ করার কথা ঘোষণার সময় আদিত্যনাথ দাবি করেছিলেন যে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি জমি দান করলেও এই বিশ্ববিদ্যালয় তাঁর অবদানের কথা স্বীকার করে না। গত কয়েক বছরে জাট রাজার স্বীকৃতির জন্য লড়াই করেছে বিজেপি এবং এএমইউয়ের নাম তাঁর নামে রাখার দাবিও রেখেছিল। কয়েকজন বিজেপি নেতা এও দাবি করেন যে, এএমইউয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের জন্মবার্ষিকী যেভাবে পালিত হয় সেভাবে সিং-এর জন্মদিনও পালিত হোক।
আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, আলিগড় জেলার থাকা ৩৯৫টি কলেজকে রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হবে। সাধারণ কোর্সের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ‘আধ্যাত্মিক বিজ্ঞান’ ও যোগ। যাইহোক, ১৮৮৬ সালে হাথরসের মুরসান এস্টেটে জন্মগ্রহণ করেন মহেন্দ্র প্রতাপ সিং। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বলা হয় যে, ১৯১৫ সালে আজাদ হিন্দ বাহিনী আফগানিস্তানে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছিল সেখানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ভূমি দান করা ছাড়াও তিনি বৃন্দাবনে আর্য সমাজ গুরুকুলের জন্যও জমি দান করেছিলেন।