০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বিশ্বের বৃহত্তম অডিটোরিয়াম যশোভূমি, ১৭ সেপ্টেম্বর উদ্বোধনে মোদি

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
- / 23
পুবের কলম, ওয়েবডেস্ক: সেজে উঠেছে দিল্লির যশোভূমি। বিশ্বের বৃহত্তম এই অডিটোরিয়ামে ৭৩,০০০ বর্গ মিটারের বেশি এলাকাজুড়ে নির্মিত কনভেনশন সেন্টারটি। এক ছাদের তলায় মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনীর মত সমস্ত সুবিধা রয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি), যশোভূমির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যশোভূমি কনভেনশন সেন্টারে ১৫টি কনভেনশন কক্ষ রয়েছে। যার মধ্যে প্রধান অডিটোরিয়াম, একটি বলরুম এবং ১১,০০০ প্রতিনিধি থাকার মত মোট ১৩টি মিটিং রুম রয়েছে। প্রধান অডিটোরিয়াম হলে প্রায় ছয় হাজার আসন রয়েছে।
Tag :
IICC inaugurate International Convention and Expo Centre Prime Minster Narendra Modi YashoBhoomi at Delhi