৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আয়কর জমার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল

নয়াদিল্লি: আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানাল সরকার। করোনাভাইরাসজনিত অতিমারির কারণে গতবারে মে মাস থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে, করাদাতা ও অন্যান্যদের কর জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার কথা বিবেচনা করে এবং আয়কর আইন, ১৯৬১-এর অধীন অ্যাসেসমেন্ট বর্ষ ২০২১-২২-এর বহু অডিট রিপোর্ট বিবেচনা করে প্রত্যক্ষ করের কেন্দ্রীয় বোর্ড (সিবিডিটি) আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়াতে মনস্থির করেছে। ওই আইনের ১৩৯ ধারার (১) উপধারা মোতাবেক অ্যাসেসমেন্ট বর্ষ ২০২১-২২ আয়কর জমা দেওয়ার সময় ছিল ৩১ জুলাই যা বাড়ানো হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়সীমা আরও বাড়িয়ে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আয়কর জমার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

নয়াদিল্লি: আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানাল সরকার। করোনাভাইরাসজনিত অতিমারির কারণে গতবারে মে মাস থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে, করাদাতা ও অন্যান্যদের কর জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার কথা বিবেচনা করে এবং আয়কর আইন, ১৯৬১-এর অধীন অ্যাসেসমেন্ট বর্ষ ২০২১-২২-এর বহু অডিট রিপোর্ট বিবেচনা করে প্রত্যক্ষ করের কেন্দ্রীয় বোর্ড (সিবিডিটি) আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়াতে মনস্থির করেছে। ওই আইনের ১৩৯ ধারার (১) উপধারা মোতাবেক অ্যাসেসমেন্ট বর্ষ ২০২১-২২ আয়কর জমা দেওয়ার সময় ছিল ৩১ জুলাই যা বাড়ানো হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়সীমা আরও বাড়িয়ে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।