অস্ত্রোপচারের পর ভালো আছেন পেলে, আইসিইউতে প্রবাদপ্রতিম ফুটবল প্লেয়ার

- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার
- / 46
পুবের কলম, ওয়েবডেস্কঃ কোলন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাদপ্রতিম ফুটবল প্লেয়ার পেলে। ব্রাজিলের এই প্রাক্তন খেলোয়ারের কোলনে টিউমার হয়েছিল। অস্ত্রোপচার করে সেটি বাদ দিয়েছেন চিকিৎসকেরা। আপাতত আইসিইউতে রয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি এই পেলে সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিন দিয়ে জানানো হয়েছে, ‘অস্ত্রোপচারের পর ভালো আছেন ব্রাজিলের ফুটবল প্লেয়ার পেলে। জ্ঞান ফিরেছে তাঁর। আপাতত তাকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল’।
পেলে যে সুস্থ আছেন, তা তিনি স্বয়ং পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে। তিনি ইনস্টাগ্রামে মজা করে লেখেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’ হাসপাতালে থাকাকালীন তিনি কিভাবে দিন কাটাচ্ছেন তাও জানিয়েছেন তিনি। ফুটবলার লিখেছেন, ‘এই ক’দিন এখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি।’
সম্প্রতি হাসপাতালে চেক আপের সময় পেলের শরীরে টিউমার ধরা পড়ে। ৮০ বছরের এই প্রবাদপ্রতিম ফুটবলার বলেছিলেন, এই ম্যাচটাও তিনি হাসিমুখে খেলতে চান।
পেলে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপজয়ী দলে ছিলেন। দেশের হয়ে ৯২টি ম্যাচে ৭৭টি গোল করেছেন। তার এই রেকর্ড ব্রাজিলে এখনও কেউ ছুঁতে পারেননি। ক্লাবের হয়ে তিনি ৬৫৯ ম্যাচে ৬৪৩ গোল করেছেন।