১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলি-সিরাজকে দুবাইয়ে উড়িয়ে আনছে আরসিবি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ায় বাতিল হয়ে গেল ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলতে থাকা পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। এর ফলে আগাম  শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে নিয়ে তোড়জোড়। ইংল্যান্ড থেকে নিজেদের দুই খেলোয়াড়কে দুবাইয়ে নিতে বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজই ম্যাঞ্চেস্টার থেকে বিশেষ ভাড়া করা বিমানে উঠবেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মুহাম্মদ সিরাজ। রবিবার তাঁরা দু’জনেই দুবাইয়ে পৌঁছাবেন। সেখানে গিয়ে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদেরকে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।

এ বিষয়ে আরসিবির এক মুখপাত্র বলেন, ‘ আমরা কোহলি ও সিরাজের জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছি। তারা দুজন ইংল্যান্ড সময় শনিবার রাত ১১.৩০ মিনিটে বিমানে ঊঠবেন। দুবাইয়ে তাদের নিরাপদ ট্রানজিট সর্বোচ্চ গুরুত্ব পাবে। পরে দু’জনকে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলি-সিরাজকে দুবাইয়ে উড়িয়ে আনছে আরসিবি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ায় বাতিল হয়ে গেল ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলতে থাকা পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। এর ফলে আগাম  শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে নিয়ে তোড়জোড়। ইংল্যান্ড থেকে নিজেদের দুই খেলোয়াড়কে দুবাইয়ে নিতে বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজই ম্যাঞ্চেস্টার থেকে বিশেষ ভাড়া করা বিমানে উঠবেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মুহাম্মদ সিরাজ। রবিবার তাঁরা দু’জনেই দুবাইয়ে পৌঁছাবেন। সেখানে গিয়ে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদেরকে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।

এ বিষয়ে আরসিবির এক মুখপাত্র বলেন, ‘ আমরা কোহলি ও সিরাজের জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছি। তারা দুজন ইংল্যান্ড সময় শনিবার রাত ১১.৩০ মিনিটে বিমানে ঊঠবেন। দুবাইয়ে তাদের নিরাপদ ট্রানজিট সর্বোচ্চ গুরুত্ব পাবে। পরে দু’জনকে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’