পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশের আল-ইয়াদুদাহ শহরের দখল নিল সে দেশের সেনাবাহিনী। প্রায় ১০ বছর পর এই শহরের দখল নিল সিরিয় সেনা।
লেবাননের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এই সংবাদ জানিয়েছে রুশ সেনাদের সঙ্গে সিরিয় সেনারা ওই শহরে যান। সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মুক্ত করা হয়েছে দারা প্রদেশর ওই শহর। এমনটাই জানা যাচ্ছে।
রাশিয়ার মধ্যস্থতায় ওই গোষ্ঠীর নেতাদের সঙ্গে চুক্তি হয়। শহরে অস্ত্রধারী গোষ্ঠীগুলো সরকারি সেনাদের কাছে অস্ত্র সমর্পণ করবে এবং আল-ইয়াদুদাহ শহরের নিয়ন্ত্রণ থাকবে সেনাদের হাতে। এর বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলো সাধারণ ক্ষমা লাভ করবে।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
রুশ মধ্যস্থতায় দশ বছর পর আল-ইয়াদুদাহ শহরের দখল নিল সিরিয় সেনা
-
সুস্মিতা - আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
- 55
সর্বধিক পাঠিত

































