গাজার বাসিন্দাদের জন্য মেয়াদ উত্তীর্ণ টিকা পাঠানোর অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে
- আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার
- / 78
পুবের কলম ওয়েবডেস্কঃ গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য মেয়াদ উত্তীর্ণ করোনার টিকা পাঠানো হচ্ছে, এমনটাই অভিযোগ।
গাজা উপত্যকায় ৫০,০০০ ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাক্সিন পাঠিয়েছে ইজরায়েল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আরব৪৮ ওয়েবসাইট এ খবর জানিয়েছে।
একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি ভ্যাক্সিনগুলো ইজরাইলকে দেয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া, ভ্যাক্সিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইজরাইল।
সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুটনিক লাইট ভ্যাক্সিনের চালানটি গাজা উপত্যকায় পাঠানো হয়। কিন্তু সেখানকার বাসিন্দাদের টিকাকরণের জন্য ব্যবহার করার আগে তা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে।



















































