১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অস্কারের জন্য জমা পড়ল বিক্রান্ত ম্যাসি অভিনীত বলিউড সিনেমা ‘১২থ ফেল’

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, শনিবার
- / 61
পুবের কলম, ওয়েবডেস্ক: অস্কারের মনোনয়নের জন্য জমা পড়ল বিধু বিনোদ চোপড়া পরিচালিত বলিউড মুভি ‘১২থ ফেল’। যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। সমস্ত বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই। স্বতন্ত্রভাবে এই মনোনয়ন জমা পড়েছে।
এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, উত্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিক্রান্ত। মাত্র ১৫ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেতা। বিক্রান্ত জানিয়েছেন, কলেজে পড়ার সময় বাবার কাছ থেকে হাত পেতে টাকা নিতে চাননি তিনি। সেই কারণে ছোট থেকে কাজ করতে শুরু করেন। বিক্রান্ত টেলিভিশন থেকেই তার ক্যারিয়ার শুরু করেন। এছাড়াও শমক দাভারের কাছে নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
Tag :