নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : জাতীয় সম্পত্তি পুনর্নির্মাণ কোম্পানি লিমিটেডকে (এনএআরসিএল) পাঁচ বছরের জন্য ৩০৬০০ কোটি টাকা দেওয়ার যে নিশ্চয়তা কেন্দ্র সরকার দিয়েছিল তাকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবারই এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি। এনএআরসিএলকে আনা হয়েছে কোম্পানি আইনের আওতায় এবং অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি (এআরসি) হিসাবে লাইসেন্সের জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করেছে। সাধারণভাবে খারাপ ব্যাঙ্ক হিসাবে পরিচিত এনএআরসিএল সরকারিভাবে গঠিত হয়েছে সমস্ত এনপিএগুলিকে সংযুক্ত করার জন্য। পড়ে থাকা সম্পত্তি থেকে উদ্ধার করা অর্থ ও সেই সম্পত্তির নিরাপত্তা মূল্যের মধ্যে কোনও ঘাটতি হলে সরকারি গ্যারান্টি প্রয়োগ করা হবে যার পরিমাণ ত্রিশ হাজার ছশো কোটি টাকা এবং যার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত।
সরকারি গ্যারান্টি প্রয়োগের প্রধান শর্ত হল আটকে থাকা সম্পত্তির দ্রুত নিষ্পত্তি। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। এনএআরসিএলে ৫১ শতাংশ শেয়ার থাকবে সরকারি ব্যাঙ্কগুলির। এদিকে, সম্পত্তি নির্বাহ ও বাজারের পেশাদারদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হবে ভারতীয় ঋণ রেজলিউশন কোম্পানি লিমিটিডকে (আইডিআরসিএল)। নিজেকে গোছানোর প্রক্রিয়া শুরু করেছে এই সংস্থা এবং এই সংস্থার বেশিরভাগ শেয়ার থাকবে বেসরকারি ঋণদাতাদের হাতে। সরকারি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার হাতে থাকবে ৪৯ শতাংশ পর্যন্ত শেয়ার। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১৫ সালে ব্যাঙ্কের সম্পত্তির মান পর্যবেক্ষণ প্রক্রিয়া চালানো হয়েছে। তখনই বিপুল এনপিএর বিষয়টি সামনে আসে।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘ব্যাড ব্যাঙ্কে’র জন্য ৩০৬০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
-
সুস্মিতা - আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
- 39
ট্যাগ :
Center has allocated Rs 30
সর্বধিক পাঠিত





























