১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুস্বাদু বাংলাদেশি ফুচকায় মজলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 54

পুবের কলম ওয়েবডেস্কঃ এপার বাংলা বা ওপার বাংলা ফুচকার জন্য ছোট-বড় সকলেই নিবেদিত প্রাণ। আলুসিদ্ধ যখন তেঁতুল জলের সঙ্গে মিশে ফুচকার খোলে ভরে জিভে যায় তখন তা টাকরায় একটা নৈসর্গিক অনুভূতির জন্ম দেয়।

এবার ফুচকার স্বাদে মজেছেন স্বয়ং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার। জাভেদ প্যাটেল। ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবিও শেয়ার করা হয়েছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তার দুটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেলের প্রথম ফুচকা খাওয়া। তিনি খুব মজা পেয়েছেন।

আর অন্যদিকে তিনি নিজেও টুইটারে লিখেছেন, অবশেষে সুস্বাদু বাংলাদেশি ফুচকা খেয়ে খুব ভালো লাগছে। মজা করে তিনি আরও লিখেছেন, হ্যাঁ, আমি (ফুচকা) বানানটা গুগলে দেখে নিয়েছি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুস্বাদু বাংলাদেশি ফুচকায় মজলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এপার বাংলা বা ওপার বাংলা ফুচকার জন্য ছোট-বড় সকলেই নিবেদিত প্রাণ। আলুসিদ্ধ যখন তেঁতুল জলের সঙ্গে মিশে ফুচকার খোলে ভরে জিভে যায় তখন তা টাকরায় একটা নৈসর্গিক অনুভূতির জন্ম দেয়।

এবার ফুচকার স্বাদে মজেছেন স্বয়ং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার। জাভেদ প্যাটেল। ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবিও শেয়ার করা হয়েছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তার দুটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেলের প্রথম ফুচকা খাওয়া। তিনি খুব মজা পেয়েছেন।

আর অন্যদিকে তিনি নিজেও টুইটারে লিখেছেন, অবশেষে সুস্বাদু বাংলাদেশি ফুচকা খেয়ে খুব ভালো লাগছে। মজা করে তিনি আরও লিখেছেন, হ্যাঁ, আমি (ফুচকা) বানানটা গুগলে দেখে নিয়েছি।