১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার পাক সফর বাতিল করতে পারে ইংল্যান্ড

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 19

পুবের কলম, ওয়েবডেস্কঃ নিরাপত্তাজনিত কারণের কথা জানিয়ে একদিন আগেই পাকিস্তানে সিরিজ না খেলার কথা জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আজও সদলবলে পাকিস্তান ছাড়ছেন কিউয়ি ক্রিকেটাররা। এখন শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের পথে হেঁটে ইংল্যান্ড ক্রিকেট দলও নাকি মুখ ফিরিয়ে নিতে পারে পাকিস্তান থেকে। আগামী মাসে পাকিস্তান সফর যাওয়ার কথা ইংল্যান্ডের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের সফর বাতিলের ঘোষণা আসার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ করছি। পরিস্থিতি সম্পূর্ণ বোঝার জন্য তারা পাকিস্তানের মাঠে আছে। ইসিবি বোর্ড পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে আমাদের সফরে যাওয়া উচিত হবে কিনা।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর করেছে নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে সীমিত ওভারের দুটি সিরিজ বাতিল করে কিউইরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার পাক সফর বাতিল করতে পারে ইংল্যান্ড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ নিরাপত্তাজনিত কারণের কথা জানিয়ে একদিন আগেই পাকিস্তানে সিরিজ না খেলার কথা জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আজও সদলবলে পাকিস্তান ছাড়ছেন কিউয়ি ক্রিকেটাররা। এখন শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের পথে হেঁটে ইংল্যান্ড ক্রিকেট দলও নাকি মুখ ফিরিয়ে নিতে পারে পাকিস্তান থেকে। আগামী মাসে পাকিস্তান সফর যাওয়ার কথা ইংল্যান্ডের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের সফর বাতিলের ঘোষণা আসার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ করছি। পরিস্থিতি সম্পূর্ণ বোঝার জন্য তারা পাকিস্তানের মাঠে আছে। ইসিবি বোর্ড পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে আমাদের সফরে যাওয়া উচিত হবে কিনা।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর করেছে নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে সীমিত ওভারের দুটি সিরিজ বাতিল করে কিউইরা।