০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত রবি শাস্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক’দিন আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেবেন।  সেই ধারাবাহিকতায় এবার কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সামনের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে চুক্তি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তারপর তিনি আর নাকি কোচ থাকতে রাজি নন। এ বিষয়ে এদিন শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল টি-২০ বিশ্বকাপই তার শেষ দায়িত্ব কি না? জবাবে তিনি বলেন, ‘মনে হয় তাই, কারণ আমার সব পাওয়া হয়ে গিয়েছে।’ রবি শাস্ত্রী কোচ থাকার সময়ই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জিতেছিল ভারত। ২০১৮-১৯ সালের পর ২০২০-২১ সালেও তারা অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে। ইংল্যান্ডের মাটিতে সম্প্রতি স্থগিত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। এই দলকে টানা দুই মেয়াদে প্রশিক্ষণ দিয়েছেন শাস্ত্রী। শাস্ত্রী বলেন, ‘পাঁচ বছর টেস্টে আমরা শীর্ষে আছি। এ ছাড়া অস্ট্রেলিয়াতে দুই বার সিরিজ জয়, ইংল্যান্ডে লর্ডস এবং ওভালে টেস্ট জয়- আমার কাছে এগুলোই সব। আমি তৃপ্ত।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত রবি শাস্ত্রীর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক’দিন আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেবেন।  সেই ধারাবাহিকতায় এবার কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সামনের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে চুক্তি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তারপর তিনি আর নাকি কোচ থাকতে রাজি নন। এ বিষয়ে এদিন শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল টি-২০ বিশ্বকাপই তার শেষ দায়িত্ব কি না? জবাবে তিনি বলেন, ‘মনে হয় তাই, কারণ আমার সব পাওয়া হয়ে গিয়েছে।’ রবি শাস্ত্রী কোচ থাকার সময়ই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জিতেছিল ভারত। ২০১৮-১৯ সালের পর ২০২০-২১ সালেও তারা অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে। ইংল্যান্ডের মাটিতে সম্প্রতি স্থগিত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। এই দলকে টানা দুই মেয়াদে প্রশিক্ষণ দিয়েছেন শাস্ত্রী। শাস্ত্রী বলেন, ‘পাঁচ বছর টেস্টে আমরা শীর্ষে আছি। এ ছাড়া অস্ট্রেলিয়াতে দুই বার সিরিজ জয়, ইংল্যান্ডে লর্ডস এবং ওভালে টেস্ট জয়- আমার কাছে এগুলোই সব। আমি তৃপ্ত।’