চাইলেই মাঠে সিজদা করতে পারতাম, আমি গর্বিত একজন ভারতীয় মুসলিম হিসেবে: শামি

- আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 18
পুবের কলম, ওয়েবডেস্ক: ঘরের মাঠে সদ্য শেষ হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পরই হাঁটু মুড়ে মাঠে বসে পড়েছিলেন ভারতীয় পেসার মুহাম্মদ শামি। যা দেখে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছিলেন, শামি পাঁচ উইকেট নেওয়ার আনন্দে আল্লাহকে ধন্যবাদ জানাতে গিয়ে মাঠেই সিজদা করতে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি থেমে যান। আসলে ভারতীয় দলের হয়ে তিনি খেলেন বলে, মাঠে সিজদা দেওয়ার সাহস পাননি।
যদিও কেউ কেউ বলেন, ‘শামি সিজদা করতে নয়, ক্লান্ত হয়েই মাঠে বসে পড়েছিলেন। এতদিন এ ব্যাপারে দুই পক্ষ নিজেদের মতামত জানালেও, মুখে কুলুপ এঁটেছিলেন খোদ শামি। তবে এদিন সবাইকে অবাক করে ভারতীয় পেসার শামি সাফ জানিয়ে দেন, তিনি চাইলেই সেদিন মাঠের মধ্যে সিজদা করতে পারতেন। তাকে কেউ মাঠে সিজদা করতে নিষেধ করেননি।আর সে কারণেই তিনি একজন ভারতীয় মুসলিম হিসেবে গর্ববোধ করেন।
লঙ্কা দলের বিরুদ্ধে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করার পর শামি হাটু মুড়ে মাটিতে বসে পড়েন।আর সঙ্গে সঙ্গে দলের বাকি সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপনে মেতে ওঠেন। যা নিয়ে নেট মাধ্যমে শুরু হয় সোরগোল। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘শামি আসলেই মাঠে সিজদা করতেই গিয়েছিলেন। কিন্তু ভারতে থাকার কারণে তিনি সেটা করতে পারলেন না।’
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন শামি এক সাক্ষাৎকারে বলেন, ‘এই সব মানুষগুলি আমার সঙ্গে নেই, আপনাদের সঙ্গেও নেই। এরা শুধু পরচর্চা করতে ভালোবাসে। তারা শুধু আলোচনা করার জন্য বিষয়বস্তু খোঁজে। এদের আমি কোনও কন্টেন দিতে চাই না। আমি মনে করি, যদি সেদিন সিজদা করতে যেতাম, কে আমাকে আটকাত? আমাকে কেউ সিজদা করতে আটকাতে পারে না।আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারোওর ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম।’