১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
গুরুতর অসুস্থ বাপ্পি লাহিড়ী, হারিয়েছেন কথা বলার ক্ষমতা, জল্পনা বলিউড জুড়ে!

পুবের কলম
- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার
- / 35
পুবের কলম ওয়েবডেস্কঃ কিংবদন্তী শিল্পী, গায়ক, গীতিকার ও সুরকার বাপ্পি লাহিড়ী তাঁর কণ্ঠস্বরের ক্ষমতা হারিয়েছেন? বন্ধ গান এমনকি কথা বলাও। আপাতত এই জল্পনা গোটা মুম্বই জুড়ে। গত পাঁচ মাস ধরে তিনি একেবারেই কথা বলতে পারছেননা।
চলতি বছরের এপ্রিল মাসে শিল্পী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরির অবস্থার অবনতি ঘটতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায় বাপ্পি লাহিড়ীর এমনটাই জানা যাচ্ছে।
শিল্পী পুত্র মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী বাপ্পা লাহিড়ী এই মুহূর্তে বাবার কাছে মুম্বইতে আছেন। তিনি জানিয়েছেন বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে খুব দুর্বল। কথা না বলা চিকিৎসার অঙ্গ। কণ্ঠস্বর রোধ হওয়ার কথা সঠিক নয় বলেই দাবি তাঁর।
Tag :