দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, বিএনপি সন্ত্রাসী দল বলে আক্রমণ হাসিনার

- আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার
- / 36
পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে। দেশে চলমান হিংসা নিয়ে বিএনপিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী সেখ হাসিনা। তিনি তোপ দেগে বলেছেন, “নির্বাচন ঠেকানোর নামে বিএনপি অগ্নিসন্ত্রাস করেছে। বিএনপি কোনও রাজনৈতিক দল নয়, ওরা সন্ত্রাসী দল।”
৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী। ঢাকার তেজগাঁওয়ে জেলা আওয়ামি লিগ ভবন থেকে হাসিনা বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ করতে চাই। জনগণ যাঁকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না।” বিএনপিকে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গেও তুলনা করে তিনি আরও বলেন, “কয়েক দফা রেলে আগুন দিল, ফিশপ্লেট খুলে ফেলল, কয়েকজন মারা গেল। বাসে আগুন দিচ্ছে, ঘুমিয়ে থাকা হেল্পার মারা গেল। ঠিক এভাবে আবার তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে, তা চলবে না।”