নয়াদিল্লি, ১৬ জুলাই: নিট কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু'জনকে গ্রেফতার করল সিবিআই। ঝাড়খণ্ডের হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ট্রাঙ্ক থেকে কাগজ চুরির অভিযোগ সহ নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাদের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিট কেলেঙ্কারির ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ১৪।
সূত্রের খবর, নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জামশেদপুরের ২০১৭ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করেছে সিবিআই। পুলিশ জানিয়েছে, বোকারোর বাসিন্দা কুমারকে পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে। রাজু সিং নামের এক যুবকেও গ্রেফতার করা হয়েছে। কুমার গ্যাংকে সম্পূর্ণভাবে সহযোগীতা করত রাজু। প্রশ্নপত্র গ্যাংয়ের অন্যান্য সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করত সে। তাকে হাজারিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।
'No safety, No Duty' আমরা এখানে মরতে আসিনি... আরজিকর কাণ্ডে দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের, সামিল দিল্লির এইমস
হোয়াটসঅ্যাপ স্টেটাসে কুরবানির ত্যাগের বার্তা-মুসলিম যুবকের দোকানে হামলা হিন্দুত্ববাদীদের
জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলায় ২ সেনার মৃত্যু, পাল্টা গুলিতে নিকেশ ৪ জঙ্গি
মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগের ছয়টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক অভিযোগের ভিত্তিতেও এফআইআর দায়ের করে সিবিআই। তদন্তকারীরা প্রাথমিক ভাবে জানতে পেরেছে, প্রশ্নপত্র ফাঁসের জাল বিহার সহ গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রেও বিছিয়ে রয়েছে। অনেকেই প্রশ্ন ফাঁসে যুক্ত।