Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

নিট কেলেঙ্কারি: প্রশ্ন ফাঁসে সিবিআইয়ের জালে কুমার ও রাজু

Kibria Ansary

Published: 16 July, 2024, 06:44 PM
নিট কেলেঙ্কারি: প্রশ্ন ফাঁসে সিবিআইয়ের জালে কুমার ও রাজু

নয়াদিল্লি, ১৬ জুলাই: নিট কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু'জনকে গ্রেফতার করল সিবিআই। ঝাড়খণ্ডের হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ট্রাঙ্ক থেকে কাগজ চুরির অভিযোগ সহ নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাদের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিট কেলেঙ্কারির ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ১৪।

সূত্রের খবর, নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জামশেদপুরের ২০১৭ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করেছে সিবিআই। পুলিশ জানিয়েছে, বোকারোর বাসিন্দা কুমারকে পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে। রাজু সিং নামের এক যুবকেও গ্রেফতার করা হয়েছে। কুমার গ্যাংকে সম্পূর্ণভাবে সহযোগীতা করত রাজু। প্রশ্নপত্র গ্যাংয়ের অন্যান্য সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করত সে। তাকে হাজারিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগের ছয়টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক অভিযোগের ভিত্তিতেও এফআইআর দায়ের করে সিবিআই। তদন্তকারীরা প্রাথমিক ভাবে জানতে পেরেছে, প্রশ্নপত্র ফাঁসের জাল বিহার সহ গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রেও বিছিয়ে রয়েছে। অনেকেই প্রশ্ন ফাঁসে যুক্ত।

দেশ - এর থেকে আরোও খবর

Net Scam Kumar and Raju arrested in CBI NEET for question leak

Leave a comment