পুবের কলম,ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। যার জেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সারা দিনের বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, গুরুগ্রাম, নয়ডার বিস্তীর্ণ অংশ। বৃহস্পতিবারও থামার নাম নেই বর্ষার। সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লিতে নিকাশি নালায় ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মা ও শিশুর। মোট মৃত ৪। গুরুগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে ২ জনের।
সুপ্রিম ধাক্কা নীতিশ সরকারের, সংরক্ষণ মামলায় হাইকোর্টের রায়কে বহাল রাখল শীর্ষ আদালত
কিশোরীকে ধর্ষণ করে খুন, বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দিল বিহার সরকার
হরিয়ানার স্কুলে 'নাটকে' হিজাব পরা নিয়ে উত্তেজনা, ক্ষমা চাইতে বাধ্য করা হল অধ্যক্ষকে
আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৮ মিমি বৃষ্টি হয়েছে দিল্লিতে। যা গত ১৪ বছরে জুলাই মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ভেঙে দিয়েছে। রাজধানীতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নিরাপত্তার কারণে নাগরিকদের ঘরে থাকতে বলা হয়েছে।