রাঁচি, ১ অগাস্ট: বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঝাড়খণ্ডের ১৮ জন বিজেপি বিধায়ককে বরখাস্ত করলেন স্পিকার। গেরুয়া বিধায়কদের ২ অগাস্ট দুপুর ২টো পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, গত বুধবার রাতে বিধানসভার লবিতে শুয়ে পড়েছিলেন বিজেপি বিধায়করা। তখন তাদের ওই চত্বর থেকে তুলে দেন মার্শালরা। কর্মসংস্থান সহ বেশকিছু বিষয়ে বিরোধী বিধায়কদের প্রশ্নের জবাব এড়িয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
এদিকে বৃহস্পতিবারও বিজেপি বিধায়করা বিধানসভায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ। এদিনও গেরুয়া নেতাদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তারপরই বিধানসভা বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এরপরই রাজ্য বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গেরুয়া বিধায়কদের বরখাস্ত করা হয়।
নারী নির্যাতনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করে দ্রুত শাস্তি দিতে হবে অপরাধীদের: মোদি
হরিয়ানার স্কুলে 'নাটকে' হিজাব পরা নিয়ে উত্তেজনা, ক্ষমা চাইতে বাধ্য করা হল অধ্যক্ষকে
নিট দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মূল পান্ডা, তদন্তে কমিটি গঠন কেন্দ্রের
অভিযোগ, ববরখাস্ত হওয়ার পরও সভা ছাড়তে রাজি হননি বিধায়করা। অধিবেশন শুরুর আগে শাসক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। বেশকিছু নথি ছিঁড়ে ফেলতেও দেখা গিয়েছে তাঁদের। এরপরই বিরোধী বিধায়কদের চ্যাঙদোলা করে বিধানসভা থেকে বের করে দেন মার্শালরা। অধিবেশন শুরুর আগে ওয়েলে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা।