Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

'No safety, No Duty' আমরা এখানে মরতে আসিনি... আরজিকর কাণ্ডে দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের, সামিল দিল্লির এইমস

Bipasha Chakraborty

Published: 12 August, 2024, 01:51 PM
'No safety, No Duty' আমরা এখানে মরতে আসিনি... আরজিকর কাণ্ডে দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের, সামিল দিল্লির এইমস

 

পুবের কলম, ওয়েবডেস্ক:   আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। জুনিয়রদের চিকিৎসকদের কর্মবিরতির ডাকে অচল চিকিৎসা ব্যবস্থা। গোটা দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে। তাদের স্লোগান, ধর্ষকদের ক্ষমা নেই। অপরাধীরা ধরা পড়ুক আমরা চাই। আমরা এখানে খুন হতে আসেনি। আমরা অনেক পড়াশোনা করে, মাথার ঘাম ফেলে আমরা এখানে কাজ করি। আমরা বিচার চাই। মূল দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা। চিকিৎসক খুনে সরব ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন(Forda)  আর জি করের ঘটনার প্রতিবাদ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের প্রতিবাদ কর্মসূচি। রবিবারই লিখিত বিবৃতি জারি করে তাঁরা সাফ জানিয়েছেন, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবেই। দিল্লি এইমসে (AIIMS, Delhi) সকাল থেকে পোস্টার, ব্যানার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে সেখানেও বন্ধ পরিষেবা। আজ বেলা ১১- দুপুর ১২টা পর্যন্ত পেনডাউন। সরকারি-বেসরকারি হাসপাতালে পেনডাউন। সব প্রাইভেট চেম্বারেও ডাক্তারদের পেনডাউন। চিকিৎসকদের স্লোগান 'No safety, no Duty'. গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড়। চিকিৎসকদের বক্তব্য, আমাদের দাবি মানা হলে আমরা আবার পরিষেবা দিতে শুরু করব।

বহরমপুর মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বন্ধ পরিষেবা। পুলিশ কমিশনার জানান, তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। দিল্লির ১০টি সরকারি হাসপাতালে এদিন সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়।  জরুরি বা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

রাজধানী শহরের মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, আরএমএল হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ, ভিএমএমসি এবং সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি, আইএইচবিএএস, ডঃ বাবাসাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজ ও ন্যাশ্যনাল ইনস্টিটিউট অফ টিবি অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হয়েছেন।

 

 

Leave a comment