Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

হিজাব পরে  স্কুলে যাওয়ায়  দুই ছাত্রীকে বের করে দিলেন অধ্যক্ষ, উত্তরপ্রদেশে ভাইরাল ভিডিয়ো

ইমামা খাতুন

Published: 14 August, 2024, 07:39 PM
হিজাব পরে  স্কুলে যাওয়ায়  দুই ছাত্রীকে বের করে দিলেন অধ্যক্ষ, উত্তরপ্রদেশে ভাইরাল ভিডিয়ো

পুবের কলম,ওয়েবডেস্ক: হিজাব পরে স্কুলে যাওয়ায় দুই ছাত্রী’কে বের করে দিলেন অধ্যক্ষঘটনাটি ঘটেছে  উত্তরপ্রদেশের বিজনুর জেলায়  শুধু তাই  নয়, হিজাব খুলে দু’দিকে বিনুনি করে স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই পড়ুয়াদের বলে অভিযোগসম্প্রতি এমনই  ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেযাতে দেখা যাচ্ছে, হিজাব পরিহিতা মেয়েরা স্কুলে না গিয়ে এদিক ওদিক  ঘুরে বেড়াচ্ছেকারণ জিজ্ঞাসা করা হলে তারা জানায়, হিজাব পরিধান করার জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়েছেহিজাব খুলে দু’দিকে বিনুনি না করলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছেইন্টার কলেজের অধ্যক্ষ শিবেন্দ্র পাল সিং তাদের এই নির্দেশ দিয়েছেনমেয়ে শিক্ষার্থীরা আরও জানায়, অধ্যক্ষ শিক্ষার্থীদের তাঁদের পরিবারের সদস্যদের স্কুলে নিয়ে আসার নির্দেশ দিয়েছেনপুরো বিষয়টি এখন তদন্ত করছেন জেলা পরি দর্শকতিনি বলেছেন, ‘পুরো বিষয়টি আমাদের নজরে এসেছেমামলাটি তদন্তাধীনতবে এই ঘটনা প্রথম নয় সম্প্রতি মুম্বইয়ের চেম্বুরে অবস্থিত দুটি কলেজে হিজাব, বোরকা এবং নেকাবের উপর নিষেধাজ্ঞার

মামলার শুনানির সময় সুপ্রিমকোর্ট আবেদনকারী ছাত্রীদের স্বস্তি দিয়েছিল মামলার শুনানি শেষে আদালত কলেজের সার্কুলারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল আদালতের রায়ের সওয়ালে কলেজের আইনজীবী জানান, কলেজে বহু মুসলিম পড়ুয়া আছে যারা হিজাব, নিকাব ইত্যাদি কিছুই পরে না, তাহলে এই পড়ুয়াদের কি সমস্যা? যার পক্ষে আদালত জানান, কে কি পরবে সেটা একান্তই ব্যক্তি স্বাধীনতা আমরা হস্তক্ষেপ করার কেউ নয় হিজাব, বোরকা নিষিদ্ধ হলে ব্যাজ, ক্যাপ, তিলক নিষিদ্ধ হবে

 

 

Leave a comment