Thu, September 12, 2024

ই-পেপার দেখুন

২০২৭-এ বিধানসভা ভোটের পর গোরক্ষপুরে যাবে বুলডোজার, বাক যুদ্ধে যোগী-অখিলেশ

ইমামা খাতুন

Published: 04 September, 2024, 08:31 PM
২০২৭-এ বিধানসভা ভোটের পর গোরক্ষপুরে যাবে বুলডোজার, বাক যুদ্ধে যোগী-অখিলেশ

পুবের কলম,ওয়েবডেস্কঃ  'বুলডোজার বিচার’। কোনও অপরাধে কেউ অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলে তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে। বিশেষ করে  ব্যক্তিটি যদি হয় ‘মুসলিম।  সোমবারই বুলডোজার বিচার নিয়ে উত্তর প্রদেশ সরকারকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। এবার যোগীর বুলডোজার নীতি নিয়ে সরব হলেন সমাজবাদী পার্টির মুখ্য আধিকারিক অখিলেশ যাদব। এদিন বুলডোজার ইস্যু নিয়ে যোগী সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। যেই বিতর্ক’কে কেন্দ্র করে ফের বিড়ম্বনায় যোগী সরকার।

অখিলেশ যাদব এদিন সোশ্যাল সাইটে বলেন,‘২০২৭ সালের বিধানসভা ভোটের পরে সমস্ত বুলডোজ়ারের মুখ গোরক্ষপুরের দিকে ঘুরে যাবে। বলা বাহুল্য, পূর্ব উত্তরপ্রদেশের গোরক্ষপুরই মুখ্যমন্ত্রী আদিত্যনাথের রাজনৈতিক গড়। সেখানকার গোরক্ষনাথের মঠের মোহন্ত তিনি।  

এই মন্তব্যের জেরে পাল্টা আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশ সরকার। তিনি বলেন, ইচ্ছা থাকলেও বুলডোজার চালানোর ক্ষমতা সবার থাকে না।  তা চালাতে গেলে প্রয়োজন মন ও মানসিকতার। যারা দাঙ্গাবাজদের সামনে মাথা নত করে তারা বুলডোজারের সামনে দাঁড়াতে পারে না। অখিলেশের ডাক নাম তুলে যোগী আরও বলেন, ‘টিপুর সুলতান হওয়ার দিবাস্বপ্ন সফল হবে না। থেমে থাকেনি অখিলেশ’ও। তিনি বলেন, বুলডোজার একটা মেশিন। সেটির মন ও মস্তিষ্ক কোনওটাই নেই। চালক শুধু স্টিয়ারিং ঘোরাতে পারেন। যে কোনও দিন তিনি স্টিয়ারিং উল্টো দিকেও ঘুরিয়ে দিতে পারেন। যে মানুষ অন্যের বাসস্থানে হানা দেয়, তার নিজের বাসভবনের মানচিত্র ‘আইনি’ ভাবে নির্মিত তো...?  সাবধানে থাকুন। ২০২৭-বুলডোজার আপনার বাড়িতে না পৌঁছে যায়।  

Leave a comment